ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শ্রমিক ইউনিয়নে নারীনেত্রীও চায় ইইউ

অভিন্ন শ্রম আইন করার পরামর্শ দিল ইউরোপীয় ইউনিয়ন

প্রকাশিত: ০৫:১৪, ২৮ মার্চ ২০১৭

অভিন্ন শ্রম আইন করার পরামর্শ দিল ইউরোপীয় ইউনিয়ন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইপিজেডের ভেতরের তৈরি পোশাক কারখানা ও বাইরের কারখানার জন্য অভিন্ন শ্রম আইন করার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি ডেলিগেশন। সোমবার রাজধানী গুলশানের একটি হোটেলে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন (বিজিএমইএ) ও ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি ডেলিগেশনের সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেয় প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলটির পক্ষ থেকে জানানো হয়, তৈরি পোশাক কারখানাগুলো নিয়ে বিজিএমইর সঙ্গে আমাদের খোলাখুলি আলোচনা হয়েছে। বাংলাদেশের কারখানাগুলোতে অনেক পরিবর্তন এসেছে। শ্রমিকদের উন্নয়নে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এগুলো খুব ভাল দিক যা গার্মেন্টস খাতকে আরও সামনের দিকে নিয়ে যাবে ও তৈরি পোশাক খাতে প্রতিযোগিতায় ভালভাবে টিকে থাকার শক্তি জোগাবে। এছাড়া শ্রমিক ইউনিয়নগুলোতে নারীনেত্রীদের আরও অন্তর্ভুক্তিরও পরামর্শ দেয় প্রতিনিধি দলটি। সংবাদ সম্মেলনে ব্রেক্সিট ইস্যুর কারণে পোশাক খাত ক্ষতির সম্মুখীন হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ব্রেক্সিট ইস্যুর কারণে অবশ্যই গার্মেন্টস খাত কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে তা তেমন কোন প্রভাব আনবে না বলেও জানান তিনি। এছাড়া সোমবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইপিজেডের শ্রমিকদের আইন নিয়েও আলোচনা হয়েছে। রানা প্লাজার ঘটনার পর পোশাক কারখানাগুলোর পরিবর্তনে তারা সন্তুষ্ট এবং আমরাও তাদের সঙ্গে কাজ করতে চাই। তাদের পরামর্শ অনুযায়ী আমাদের যা যা করণীয় সেগুলো করতে চাই। কারণ এ ব্যবসা আমাদের, তাই এটি টিকিয়ে রাখতে আমরা সব কাজ করব। সোমবার সকালে পোশাক শিল্পকারখানার নিরাপত্তা ও শ্রমিকের অধিকার বিষয়ে সরেজমিন পর্যবেক্ষণে বাংলাদেশ সফরে এসেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। ৩ দিনের সফরে ঢাকায় এসে পৌঁছান তারা। তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিজিএমইএ জানায়, দেশের সার্বিক রাজনৈতিক, মানবাধিকার ও শ্রম পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণে ৪ সদস্যদের প্রতিনিধি দল সোমবার থেকে ঢাকা সফর শুরু করেছে। সফরকালে তারা বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, সুশাসন, পোশাক শিল্পকারখানার নিরাপত্তা ও শ্রমিকের অধিকার বিষয়ে সরকার, বিরোধী নেতৃত্ব এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলবেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ২টায় সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে প্রতিনিধি দলটি তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাত করবে। এ সময় তারা দেশের পোশাক কারখানার নিরাপত্তা এবং শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা করবে। জানা গেছে, ইউরোপীয় পার্লামেন্টের এমপি জিন ল্যাম্বার্ট প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন। ওই দলের অন্য ৩ সদস্যে হলেন- রিচার্ড হাওইট, ইভেন স্টিফেন্স এবং সাজাদ কারিম। তিন দিনের সফরে তারা বিজিএমইএ ছাড়াও আলোচনা করবে ট্রেড ইউনিয়ন, এ্যাকর্ড, আইএলওর প্রতিনিধিদের সঙ্গে। এর বাইরে সৌজন্য সাক্ষাত করবে স্পীকার শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, শ্রমসচিব মিকাইল শিপার ও পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে। তারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গেও আলোচনা করবে বলে জানা গেছে।
×