ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ ঘোষণার পরদিন দর বৃদ্ধির শীর্ষে প্রিমিয়ার লিজিং

প্রকাশিত: ০৫:১২, ২৮ মার্চ ২০১৭

লভ্যাংশ ঘোষণার পরদিন দর বৃদ্ধির শীর্ষে প্রিমিয়ার লিজিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রিমিয়ার লিজিং এ্যান্ড ফিন্যান্স লিমিটেড। এদিন শেয়ারটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। গত শনিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাসসহ মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। যার কারণে সোমবার উভয় স্টক একচেঞ্জের মূল্য বাড়া-কমার কোন সীমা ছিল না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি দিনটিতে সর্বশেষ ২০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ১৯৮ বারে ৭৫ লাখ ৫ হাজার ২৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১৫ কোটি ৪ লাখ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি। এদিন শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ৮১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৯৩ টাকা দরে লেনদেন হয়। অর্থনৈতিক রিপোর্টার তিন খাতে শতভাগ কোম্পানির দর কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ৩ খাতের কোম্পানি শতভাগ শেয়ার দর হারিয়েছে। খাতগুলো হলো- পাট খাত, টেলিকম খাত ও তথ্য প্রযুক্তি খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই তথ্য অনুযায়ী, লেনদেন শেষে পাট খাতে থাকা মোট ৩টি কোম্পানির দর কমেছে। এর মধ্যে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ১৩ টাকা বা ৪ দশমিক ২৬ শতাংশ, জুট স্পিনার্স লিমিটেডের ৯০ পয়সা বা ১ দশমিক ৮০ শতাংশ এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬০ পয়সা বা দশমিক ২৮ শতাংশ দর কমেছে। টেলিকম খাতে থাকা ২ কোম্পানিরও দর কমেছে। এর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ৭০ পয়সা বা দশমিক ৫৮ শতাংশ, গ্রামীণফোন লিমিটেডের ২০ পয়সা বা দশমিক ০৬ শতাংশ দর কমেছে। এছাড়া তথ্য প্রযুক্তি খাতে থাকা ৭টি কোম্পানির মধ্যে আজ লেনদেন হওয়া ৬টি কোম্পানিই দর হারিয়েছে। বাকি কোম্পানিটির কোনো লেনদেন হয়নি। এ হিসেবে তথ্য প্রযুক্তি খাত শতভাগ দর হারিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×