ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টোকিওর রিসোর্টে ৮ শিক্ষার্থী মারা যাওয়ার আশঙ্কা

প্রকাশিত: ০৪:১৬, ২৮ মার্চ ২০১৭

টোকিওর রিসোর্টে ৮ শিক্ষার্থী মারা যাওয়ার আশঙ্কা

টোকিওতে স্কি রিসোর্টে পর্বত আরোহনকালে সোমবার ধসে ছয় জাপানী শিক্ষার্থী নিহতের আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা ও রিপোর্ট এ কথা জানায়। খবর এএফপির। উত্তর টোকিওর তোচিগি এলাকায় সোমবার সকালে পর্বতে ধস নামে বলে স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশ নিশ্চিত করে। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে রিপোর্ট করে যে, অত্যাবশ্যক লক্ষণের সঙ্গে ছয় শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যায়নি। এনএইচকে আরও জানায়, অপর তিন শিক্ষার্থী আহত হয়েছে, যখন পর্যটনে তিন শিক্ষক তাৎক্ষণিক যোগাযোগ করতে পারেনি। তোচিগি এলাকার কর্তৃপক্ষ জানায়, সাতটি স্কুল থেকে প্রায় ৫০ শিক্ষার্থী পর্বত আরোহনে যায়। টেলিভিশন ফুটেজে দেখা গেছে পর্বতে ভারি তুষারপাত হচ্ছে। টোকিওর প্রায় ১২০ কিমি উত্তরে নাসু শহরে ধসের এ ঘটনা ঘটে। গ্রেফতার হতে পারেন পার্ক দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউনকে হাইকে গ্রেফতারের আর্জি জানিয়েছেন দেশটির প্রসিকিউটররা। তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের একাধিক মামলা রয়েছে। তবে তাকে গ্রেফতারের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয় সিউলে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট। তার আগেও দেশটির দু’জন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এভাবে বিচারের মুখোমুখি হয়েছিলেন। অনুচিত প্রভাব খাটিয়ে অনুদান গ্রহণের বিষয়ে গত সপ্তাহে আইনজীবীরা তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছেন। -কোরিয়া হেরাল্ড পরিবারের সঙ্গে জন্মদিন পালন পরিবারের সদস্যদের সঙ্গে নীরবে জন্মদিন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে। মঙ্গলবার তার জন্মদিন। প্রেসিডেন্টের দফতর থেকে এ কথা জানানো হয়েছে। গত সপ্তাহে ব্যাংককে অবস্থানকালে থাই সামরিক জান্তা প্রায়ুথ চান ওচা তাকে জন্মদিনের কেক উপহার দিয়েছিলেন। দুর্তেতে চান ওচা’কে উপহারের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছিলেন যে, তিনি পরিবারের সদস্যদের সঙ্গেই জন্মদিন কাটাতে চান। -কোরিয়া হেরাল্ড
×