ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসে সিনিয়র পদে নিয়োগ পেলেন ট্রাম্পের জামাতা

প্রকাশিত: ০৪:১৫, ২৮ মার্চ ২০১৭

হোয়াইট হাউসে সিনিয়র পদে নিয়োগ পেলেন ট্রাম্পের জামাতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জামাতা জারেড কুশনারকে হোয়াইট হাউসে সিনিয়র পদে দায়িত্ব দিয়েছেন। ট্রাম্পের বিতর্কিত অবস্থার জন্য বিশ্ব রাজনীতিতে তার যে ইমেজ ক্ষুণœ হয়েছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য জারেড কুশনারকে এ পদে বসানো হয়েছে। রবিবার ওয়াশিংটন পোস্ট এ কথা জানায়। খবর এএফপির। আমলাতন্ত্র পুনর্গঠনের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে অফিস অব ইনোভেশন নামে হোয়াইট হাউসের নতুন এক কার্যালয় খুলতে যাচ্ছেন ট্রাম্প, জামাতাকে তিনি এরই প্রধান করতে যাচ্ছেন। এক উদ্ধৃতিতে ট্রাম্প বলেছেন, আমি আমেরিকার জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি ফলাফল প্রকাশ করব এবং সরকারের মন-মানসিকতা থেকে বাজেটের আওতায় আমার সময়সূচী এগিয়ে নেব। কুশনার পোস্টকে বলেছেন, একটি বিখ্যাত আমেরিকান কোম্পানির মতো সরকারের উচিত রাষ্ট্র পরিচালনা করা। আমাদের আশা যে, আমাদের নাগরিকদের জন্য আমরা সফলতা ও দক্ষতা অর্জন করতে পারব। পোস্টটি আরও জানায়, প্রশাসনিক রাষ্ট্রের বির্নিমাণের জন্য ট্রাম্পের দক্ষ ব্যক্তি স্টিফেন ব্যাননকে এ নতুন গ্রুপে অংশ না হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। তথ্য ও প্রযুক্তি এ প্রচেষ্টার মূল কেন্দ্রবিন্দু হবে বলে আশা করা হচ্ছে এবং হোয়াইট হাউস এ্যাপলের সিইও টিম কুকি, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও টেসলার ইলোন মাস্কের মতো বড় বড় কোম্পানির সঙ্গে কাজ করছে। সিরীয় শান্তি আলোচনা ফের শুরুর আহ্বান জাতিসংঘের সিরিয়ার সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর জন্য ইরান, রাশিয়া এবং তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজাখস্তানের আস্তানায় এ আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানায় জাতিসংঘ। খবর ইরনার। সুইস নগরী জেনেভায় পঞ্চম দফা শান্তি আলোচনার অবকাশে শনিবার এ কথা বলেন জাতিসংঘের সিরিয়াবিষয়ক বিশেষ দূত স্টাফেন ডি মিসতুরা। তিনি বলেন, জাতিসংঘ প্রত্যাশা করছে এবং জোরদার পরামর্শ দিচ্ছে যে, আস্তানা বৈঠকের প্রক্রিয়ার সঙ্গে জড়িতরা পরিস্থিতি আবার নিজেদের হাতে তুলে নিন। সিরিয়ার পরিস্থিতি বর্তমানে উদ্বেগজনক রূপ নিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, জাতিসংঘের আশা যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যত দ্রুত সম্ভব আস্তানায় নতুন বৈঠক বসবে। চলতি বছরের শুরু থেকেই ইরান, রাশিয়া এবং তুরস্কের মধ্যস্থতায় আস্তানায় সিরীয় সরকার এবং বিরেধী গোষ্ঠীগুলোর মধ্যে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়।
×