ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৪:১৫, ২৮ মার্চ ২০১৭

অ ন্য র ক ম

লাল রঙের আইফোন লাল রঙের প্রতি মানুষের আলাদা একটা আকর্ষণ আছে। এ্যাপল অন্যান্য পণ্য যেমন আইপড কিংবা ব্যাটারি কেসে লাল রঙ ব্যবহার করলেও তা আইফোনের ক্ষেত্রে করেনি। অথচ লাল বা রেড নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে তারা ১০ বছর যাবত যুক্ত। এই রেড এইচআইভি এবং এইডস নিয়ে কাজ করে। তাদের স্বপ্ন পৃথিবী থেকে এই মরণব্যাধি দূর করা। রেড আফ্রিকায় কার্যক্রম পরিচালনা করে। তাই এ্যাপলও তাদের সহায়তা করে। এ্যাপল ঘোষণা দিয়েছে তাদের আগের সকল লাল পণ্যের মতো নতুন লাল আইফোন সেভেনের লাভের একটি অংশ সরাসরি চলে যাবে রেডের ফান্ডে। এ্যাপলের মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জসুয়াক বলেন, আইফোনের লাল রঙের এই বিশেষ সংস্করণের মাধ্যমে এ্যাপলের এইচআইভির বিরুদ্ধে লড়াইয়ের একটি চিহ্ন মাত্র। আমরা রেডের সঙ্গে এই লড়াইয়ে যুক্ত হতে পেরে খুশি। টেক ইনফো পৃথিবীর বাইরেও ভূমিধস পৃথিবী থেকে প্রায় ৩২ কোটি মাইল দূরের এক ধূমকেতুতে ভূমিধসের ঘটনা দেখতে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এতদিন পৃথিবীতে ভূমিধসের ঘটনা মিললেও এই প্রথম পৃথিবীর বাইরে ভূমিধসের ঘটনার দেখা মিলেছে। ৬৭পি নামক একটি ধূমকেতুর কক্ষপথে থাকা রোসেটা মহাকাশ যান সেখানে দুই হাজার টন ভূমি পতনের ছবি তুলেছে। ইউরোপীয় মহাকাশ সংস্থার তথ্যানুযায়ী, ধূমকেতুটিতে বিশাল ধূলা বিস্ফোরণের সঙ্গে ১০০ মিটার দীর্ঘ ভূমি ধসে পড়েছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে ধূমকেতুটিতে ‘আসওয়ান’ নামক একটি পাহাড়ে ৭০ মিটার দীর্ঘ ও ১ মিটার চওড়া ফাটল দেখা যায়। ২০১৫ সালের ১০ জুলাই আরেকটি পৃথক ক্যামেরায় ওই এলাকায় ব্যাপক ধূলা সৃষ্টির ছবি ধরা পড়ে। এর পাঁচদিন পরেই পরিষ্কার ছবিতে ভূমিধসের ঘটনা স্পষ্টভাবে ধরা পড়ে। ওই স্থানের অভ্যন্তরে বরফ গলে যাওয়াই এই ভূমিধসের কারণ বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ডেইলি মিরর বিবাহবিচ্ছেদে টাকা ফেরত! সুইডেনের বেশ কয়েকটি হোটেল সিদ্ধান্ত নিয়েছে, তাদের হোটেলে থাকার এক বছরের মধ্যে যদি কোন দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে তাহলে ওই হোটেলে থাকার দুই রাতের খরচ তারা ফেরত দেবে। সুইডিশ হোটেল মালিকদের একটি গোষ্ঠী নতুন এক উদ্যোগ নিয়েছে। তারা বলছে, একসঙ্গে চলতে চলতে জটিল সময়ে পড়লে সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়, তা থেকে নিস্তার পেতে প্রয়োজন এক মনোরম পরিবেশ। আর সে পরিবেশ মেলে তাদের হোটেলেই। তারা ‘সম্পর্ক উন্নয়নের গ্যারান্টি’ও দিচ্ছে তাদের অফারে। সুইডেনের কান্ট্রিসাইড হোটেল গ্রুপের কোন একটি হোটেলে রাত কাটালেই দম্পতিরা এ সুযোগ নিতে পারবেন। তাদের হোটেলে কাটিয়ে যাওয়ার এক বছরের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলে দুই রাতের টাকা ফেরত দেবে কর্তৃপক্ষ। -বিবিসি
×