ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জীবাশ্ম জ্বালানিবিরোধী কৌশল থেকে সরে আসছেন ট্রাম্প

প্রকাশিত: ০৪:১৪, ২৮ মার্চ ২০১৭

জীবাশ্ম জ্বালানিবিরোধী কৌশল থেকে সরে আসছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র থেকে গ্রীন হাউস গ্যাস নির্গমন কমিয়ে আনতে তার পূর্বসূরী বারাক ওবামার একটি প্রকল্প বাতিল করতে মঙ্গলবার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে নতুন পরিবেশ প্রশাসক জানিয়েছেন। এবিসি নিউজের রবিবারের টকশো ‘দিজ উউক’-এ এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির প্রশাসক স্কট প্রুইট বলেন, ওবামার ২০১৫ সালের ক্লিন পাওয়ার প্ল্যান বাতিল কয়লাভিত্তিক চাকরি ফিরিয়ে আনবে। খবর এএফপির। তিনি বলেন, ‘পূর্ববর্তী প্রশাসন জীবাশ্ম জ্বালানিবিরোধী কৌশল গ্রহণ করেছিল। এটা বাতিলের মাধ্যমে আমরা লোকজনকে কাজে ফিরিয়ে দিতে পারব।’ এক দশক আগে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে অধিকাংশ কয়লাভিত্তিক চাকরি বন্ধ হয়ে গিয়েছিল। ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি রাখতে পারবেন না- এ উদ্বেগ প্রুইট উড়িয়ে দিয়েছেন। তিনি প্রেসিডেন্টের আসন্ন আদেশের বিষয়ে বলেন, এটা সারাদেশে উৎপাদনভিত্তিক ও কয়লাভিত্তিক চাকরি ফিরিয়ে আনবে। তিনি বলেন, গত কয়েক বছর আমরা একটি উক্তি খুব শুনেছি যে, তুমি যদি উৎপাদনপন্থী হও, কর্মপন্থী হও, তবে তুমি পরিবেশবিরোধী। ক্লিন পাওয়ার প্ল্যান প্রকল্পের মাধ্যমে চাকরির বাজার সঙ্কুচিত করার জন্য তিনি ওবামা প্রশাসনকে দোষারোপ করেন। প্রুইট বলেন, এ আদেশের মাধ্যমে আমেরিকানদের জন্য বিদ্যুতের দাম কমিয়ে আনা হবে। তবে ক্লিন পাওয়ার প্ল্যান প্রকল্পের সমর্থকরা বলছেন, এটা হাজারো ক্লিন-এনার্জি চাকরি সৃষ্টি করতে সহায়তা করতে পারে। ট্রাম্পের এ আদেশ যুক্তরাষ্ট্রের জন্য ২০১৫ সালের প্যারিস চুক্তির বরখেলাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে প্রুইট ওই চুক্তিকে ‘বাজে চুক্তি’ বলে অভিহিত করেছেন। আর্থ আওয়ারের ১০ বছর ১০ বছর পূর্ণ করল আর্থ আওয়ার। সিডনির অপেরা হাউস থেকে লন্ডনের বিগ বেন ও নিউইয়র্কের বড় বড় ভবনগুলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা হিসেবে একঘণ্টা আলো নিভিয়ে রাখে। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে এই কর্মসূচী শুরু হয়। এ বছর ১৭২টিরও বেশি দেশে উল্লেখযোগ্য ভবনগুলোর আলো একঘণ্টার জন্য বন্ধ ছিল। ২০১৬ সালে ১৭৮টি দেশে বিশ্বের চার শ’রও বেশি বড় বড় ভবনগুলো এতে অংশ নেয়। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) উদ্যোগে আর্থ আওয়ার শুরু হয় -অস্ট্রেলিয়া নিউজ
×