ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইএসের বিমানবন্দর সিরীয় বিদ্রোহীদের দখলে

রাকায় কোণঠাসা আইএস

প্রকাশিত: ০৪:১৩, ২৮ মার্চ ২০১৭

রাকায় কোণঠাসা আইএস

যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান বিদ্রোহীরা জঙ্গী সংগঠন আইএসের প্রধান ঘাঁটি সিরিয়ার রাকা শহরের নিকটবর্তী একটি বিমানঘাঁটি দখলে নিয়েছে। আইএসের সর্বশেষ গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল রাকা। কিন্তু ধীরে ধীরে এই শহরের দখল হারাচ্ছে তারা। রাকা শহরটিকে নিজেদের রাজধানী বলে ঘোষণা করেছিল আইএস। তাই এই শহরটি জঙ্গীদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছিল। খবর বিবিসি ও এএফপির বিমানঘাঁটি দখল নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিরিয়ান বিদ্রোহীরা। সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনীর (এসডিএফ) মুখপাত্র তালাল সেলো বলেন, রবিবার তারা জঙ্গীদের কাছ থেকে তাবকাহ এয়ারপোর্ট দখল করেছেন। এদিকে কুর্দি বাহিনীর সৈন্যরাও রাকার দিকে অগ্রসর হচ্ছে। এরআগে আইএস সতর্ক করে জানিয়েছিল যে তাবকা বাঁধ ভেঙ্গে পড়তে পারে। কিন্তু ওই বাঁধ এখনও অক্ষত রয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোট জানিয়েছে তারা সেখানে বিমান হামলা চালায়নি। তাদের এক মুখপাত্র বলেন, বাঁধটি সিরিয়ানদের জন্য খুবই ?গুরুত্বপূর্ণ আর বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়নি। ২০১৪ সালে তাবকা বিমানঘাঁটি দখলে নেয় আইএস জঙ্গীরা। তারপর এখানে থেকেই তাদের জঙ্গী কার্যক্রম চালায়। সে সময় বহু সেনাকে ধরে মৃত্যুদ- দিয়েছিল জিহাদীরা। এদিকে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোট অবিলম্বে আইএসের হাত থেকে সিরিয়ার রাকা শহর মুক্ত করার যে আশা ব্যক্ত করেছে তা অসম্ভব বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সিরিয়ায় সন্ত্রাসবিরোধী যুদ্ধরত সবগুলোপক্ষের মধ্যে সমন্বিত সহযোগিতার মাধ্যমেই কেবল রাকা পুনরুদ্ধার সম্ভব। ফরাসী প্রতিরক্ষামন্ত্রী জাঁ-ইভস লে ড্রিয়ান শুক্রবার দাবি করেন, রাকা শহর ঘেরাও হয়ে পড়েছে। আগামী কয়েকদিনের মধ্যে জঙ্গীগোষ্ঠী আইএসের হাত থেকে রাকা পুনরুদ্ধারের লক্ষ্যে অভিযান শুরু হবে। এর প্রতিক্রিয়ায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ বলেছেন, লি ড্রিয়ান যে আশাবাদ ব্যক্ত করেছেন তার সঙ্গে বাস্তব পরিস্থিতির বিন্দুমাত্র সম্পর্ক নেই। তিনি আরও বলেন, রাকা মুক্ত করা যৌথবাহিনীর জন্য পার্কের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার মতো সহজ হবে না। রুশ কর্মকর্তা আরও বলেন, সিরিয়ায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইরত সবগুলোপক্ষের মধ্যে সমন্বিত সহযোগিতার ওপর রাকা মুক্ত করার অভিযানের সময় ও সাফল্য নির্ভর করছে। ২০১৩ সালে সিরিয়ায় আইএসের উত্থান হওয়ার পর প্রথম যেসব শহর আইএস দখল করেছিল রাকা সেগুলোর মধ্যে অন্যতম। সিরিয়ার উত্তরাঞ্চলীয় এই শহরকে আইএস তাদের অপারেশনাল কমান্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করছে। এর আগে ইরাকের মসুল ও সিরিয়ার রাকা শহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তিন শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে। এরমধ্যে শুধু মসুলে গত এক সপ্তাহে অন্তত ২ শ’ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এ ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে মার্কিন সেনাবাহিনী। মসুলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটবাহিনীর বিমান হামলায় অন্তত ২০০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যায় বিস্ময় প্রকাশ করেছে একজন সিনিয়র মার্কিন সেনা কর্মকর্তা। আইএসের দখল থেকে মসুল পুনরুদ্ধারে ইরাকীবাহিনীর অভিযানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো হামলা চালিয়ে সমর্থন দিচ্ছে। অন্যদিকে সিএনএন জানিয়েছে, ইরাকের মসুল ছাড়াও সিরিয়ায় রাকা শহরে বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। ২০১৪ থেকে মসুল আইএসের দখলে আছে। ইরাকে জঙ্গীগোষ্ঠীটির এ শেষ শক্তিকেন্দ্রটি পুনরুদ্ধারে কয়েকমাস ধরে ব্যাপক অভিযান শুরু করেছে ইরাকীবাহিনী।
×