ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিংড়ায় কিশোরীকে ধর্ষনের দায়ে যাবজ্জীবন ২ খালাস ৩

প্রকাশিত: ২৩:৪১, ২৭ মার্চ ২০১৭

সিংড়ায় কিশোরীকে ধর্ষনের দায়ে যাবজ্জীবন ২ খালাস ৩

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের সিংড়ায় আদিবাসী এক বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের দায়ে দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছে আদালত। এছাড়া মামলার অপর তিন আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন। সূত্র জানায়, ২০১৫সালের ২৩ আগষ্ট সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের হোসেনপুর এলাকায় আদিবাসী এক বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন করে স্থানীয় বেশ কয়েকজন যুবক। পরে এই ঘটনার খবর বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সিংড়ার কুম্বুবি কালিগঞ্চ ফাড়ির উপ-পরিদর্শক আব্দুল জব্বার বাদী হয়ে ২০১৫ সালের ২৭ আগষ্ট ৬জনের নামে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। পরে আদালতে ৫জনের নামে চার্জশীট দাখিল করে পুলিশ। স্বাক্ষ্য প্রমান এবং দোষীদের স্বীকারোক্তিমুলক জবানবন্ধির ভিত্তিতে সোমবার দুপুরে আদালত আসামী সুইট প্রামানিক এবং চান মিয়া ওরফে ফেরদৌসকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এছাড়া মামলার অপর তিন আসামীকে খালস দিয়েছে আদালত।
×