ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কঙ্গোতে ৪০ পুলিশ কর্মকর্তার শিরচ্ছেদ

প্রকাশিত: ০৮:৩০, ২৭ মার্চ ২০১৭

কঙ্গোতে ৪০ পুলিশ কর্মকর্তার শিরচ্ছেদ

জনকণ্ঠ ডেস্ক ॥ ডিআর কঙ্গোতে বেসামরিক একটি বাহিনীর যোদ্ধারা পুলিশের একটি বহরের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে প্রায় ৪০ পুলিশ কর্মকর্তাকে শিরচ্ছেদ করেছে। মধ্যাঞ্চলীয় প্রদেশ কাসাইয়ে এ ঘটনা ঘটে। খবর বিবিসির। কামবিনা সাপু গোষ্ঠীর যোদ্ধারা পুলিশ বহরটির ওপর হামলা চালায়। স্থানীয় শিলুবা ভাষায় কথা বলতে পারা ছয় পুলিশ কর্মকর্তাকে তারা ছেড়ে দেয়, কিন্তু বাকিদের হত্যা করে বলে জানিয়েছেন কাসাই প্রাদেশিক সভার সভাপতি ফ্রাঁসোয়া কালাম্বা। শুক্রবার শিকাপা ও কানানাগা এলাকার মধ্যবর্তী স্থানে টহল দেয়ার সময় পুলিশ বহরটির ওপর হামলা চালানো হয়। প্রাদেশিক গবর্নর এ্যালেক্সি এনকান্দে মাইওপোম্পা জানিয়েছেন, হত্যাকাণ্ডের বিষয়ে একটি তদন্ত শুরু হয়েছে।
×