ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জ রণক্ষেত্র

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, গুলি আহত ৪

প্রকাশিত: ০৮:০৪, ২৭ মার্চ ২০১৭

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, গুলি আহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ স্বাধীনতা দিবসে রবিবার নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও চট্টগ্রামে আওয়ামী লীগের দলীয় কোন্দলের জেরে সংঘষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ৪০ জন আহত হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এবং পুলিশের টিয়ারশেল ও গুলিতে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। রবিবার দুপুরে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালীতে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জের শ্রীনগরে বেলা সোয়া এগারোটার দিকে আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচী নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলি হয়েছে। এতে উভয়পক্ষে ১৫ জন আহত হয়। চট্টগ্রামের পটিয়ায় ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সংবর্ধনা অনুষ্ঠানে দু’পক্ষের হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। শিকলবাহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুলের আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটে। নরসিংদীতে বিএনপির র‌্যালিতে, বাধা সংঘর্ষে আহত ২০ ॥ অন্যদিকে নরসিংদীর ভেলানগরে বিকেল সাড়ে পাঁচটায় জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিজয় র‌্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়। বিভিন্ন স্থান থেকে নিজস্ব সংবাদদাতারা এ খবর পাঠিয়েছেন।
×