ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

র‌্যাবের গোয়েন্দা প্রধানকে এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে প্রেরণ

প্রকাশিত: ০৭:৩৪, ২৭ মার্চ ২০১৭

র‌্যাবের গোয়েন্দা প্রধানকে এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের শিববাড়িতে জঙ্গীবিরোধী অভিযানকালে বোমা বিস্ফোরণে মারাত্মক আহত র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। রবিবার রাতে পৌনে আটটার দিকে তাকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। শিববাড়ির জঙ্গী আস্তানার কিছু দূরে শনিবার দুই দফায় বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হন লে. কর্নেল আবুল কালাম আজাদ ও গোয়েন্দা কর্মকর্তা মেজর আজাদ। র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, লে. কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রাখা অবস্থায় উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত র‌্যাবের ওই দুই কর্মকর্তাকে রাতেই সিলেট থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় সিএমএইচে ভর্তি করা হয়। এর আগে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন র‌্যাবের এই দুই কর্মকর্তা। অবস্থা গুরুতর হওয়ায় শনিবার রাতেই বিমানবাহিনীর হেলিকপ্টারে তাদের ঢাকায় আনা হয়। র‌্যাব জানিয়েছে, শনিবার সন্ধ্যার পর বিস্ফোরণে আহত আবুল কালাম আজাদের শরীরে কয়েক দফা অস্ত্রোপচার করেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। মধ্যরাতে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। একই ঘটনায় আহত মেজর আজাদের অবস্থা উন্নতির দিকে।
×