ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইমার্জিং টিম এশিয়া কাপ শুরু আজ

প্রকাশিত: ০৫:৪৫, ২৭ মার্চ ২০১৭

ইমার্জিং টিম  এশিয়া কাপ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে মাঠে গড়াচ্ছে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ৮ দল নিয়ে এ আসর অনুষ্ঠিত হবে। চার টেস্ট খেলুড়ে দেশ- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনুর্ধ ২৩ দল ছাড়াও আফগানিস্তান, হংকং, নেপাল ও মালয়েশিয়া অংশ নেবে। আজ উদ্বোধনী দিনে হংকংয়ের বিপক্ষে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ‘বি’ গ্রুপের অপর ম্যাচে পাকিস্তান-নেপাল এবং ‘এ’ গ্রুপে ভারত-শ্রীলঙ্কা ও আফগানিস্তান-মালয়েশিয়া মুখোমুখি হচ্ছে। এ আসরটির টাইটেল স্পন্সর হয়েছে ম্যাক্স গ্রুপ। ফলে টুর্নামেন্টের নাম হবে ম্যাক্স গ্রুপ ইমার্জিং টিম এশিয়া কাপ। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আয়োজক বিসিবি। সংবাদ সম্মেলনে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং স্পন্সর কোম্পানির পক্ষে ম্যাক্স গ্রুপের কর্ণধার গোলাম মোহাম্মদ আলমগীর। ৮ দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে লড়বে ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মালেয়েশিয়া। খেলাগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও এমএ আজিজ স্টেডিয়ামে। আর ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আছে হংকং, নেপাল ও পাকিস্তান। এই খেলাগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে। উভয় গ্রুপ থেকে সেরা দুটি দল উঠবে সেমিফাইনালে। দুটি সেমির লড়াই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের দুই মাঠে। গ্রুপ পর্ব ও সেমির ম্যাচগুলো সকাল ৯টা থেকে শুরু হবে। আর ফাইনাল হবে দিবারাত্রির এবং সরাসরি টেলিভিশনেও সম্প্রচার করা হবে। ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। ২৮ মার্চ প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলঙ্কা-আফগানিস্তান, ভারত-মালয়েশিয়া এবং বাংলাদেশ-নেপাল ও পাকিস্তান-হংকং। ৩০ মার্চ ভারত-আফগানিস্তান, শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং বাংলাদেশ-পাকিস্তান, নেপাল-হংকং ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের সমাপ্তি ঘটবে। ১ এপ্রিল দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ৩ মার্চ।
×