ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্টিভেন স্মিথের পর নাথান লেয়ন

প্রকাশিত: ০৫:৪৫, ২৭ মার্চ ২০১৭

স্টিভেন স্মিথের পর নাথান লেয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়াকে জবাবটা ভালই দিচ্ছিল অজিঙ্কা রাহানের ভারত। ৩০০ রানের বিপরীতে এক পর্যায়ে ২ উইকেটে ১৫৩ রান তুলে নিয়েছিল তারা। দ্বিতীয় দিনের শেষবেলায় নাথান লেয়নের (৪/৬৭) ঘূর্ণি বোলিংয়ে ধর্মশালা টেস্টে হঠাৎই ব্যাকফুটে স্বাগতিকরা, প্রথম ইনিংসে ২৪৮ রানে ৬ উইকেট নেই রাহানেদের। ঋদ্ধিমান সাহা ১০ ও রবিন্দ্র জাদেজা ব্যক্তিগত ১৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন। ব্যাটিংয়ের অপেক্ষায় থাকা তিনজনের মূল পরিচয় ‘বোলার’। ৫২ রানে পিছিয়ে থাকা ভারতকে রেসে ফিরতে অপরাজিত এই দুই ব্যাটসম্যানের ওপর অনেক কিছু নির্ভর করবে। চার টেস্টের আলোচিত সিরিজটা ১-১ এ চলমান। ধর্মশালাতেই ফয়সালা। ইনজুরির জন্য যেখানে খেলতে পারছেন না বড় তারকা বিরাট কোহলি। অন্যদিকে প্রথম ইনিংসেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে (১১১) রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক স্টিভেন স্মিথ। চেতেশ্বর পূজারা (৫৭) ও অজিঙ্কা রাহানে (৪৬) মিলে ভালই সামলাচ্ছিলেন। প্রথম দুই স্পেলে দেখেশুনে খেলা ভারতের ব্যাটসম্যানদের কোন অস্ত্রেই বধ করতে পারেনি। তবে চা বিরতির পর সত্যিকারের থাবা বসান লেয়ন। ১৯ ওভারের তৃতীয় স্পেলে ৪৫ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। রাহানে আর পূজারার প্রতিরোধ তো ভেঙেছেনই, করুন নায়ার আর রবিচন্দ্রন অশ্বিনকে আউট করে ধর্মশালায় সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ টেস্টের দ্বিতীয় দিনটি অস্ট্রেলিয়ার করে দিয়েছেন অভিজ্ঞ এই অফ স্পিনার। অথচ ২১ রানেই মুরালি বিজয়কে হারালেও লোকেশ রাহুল ও চেতেশ্বর পূজারার ব্যাটে ভালই এগিয়ে চলছিল ভারত। ১ উইকেটে ১০৮ রান তুলে ফেলা স্বাগতিকদের তখন ধাক্কা দেন প্যাট কামিন্স, ৬০ রান করা রাহুলকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন তিনি। এরপরই শুরু লেয়নের ঘূর্ণি জাদু। ১০ রানের মধ্যে তিনি তুলে নেন পূজারা ও নায়ারকে। আউট হওয়ার আগে ১৫১ বলে ৫৭ রান করেন রাঁচি টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান নায়ার। এরপর অধিনায়ক রাহানে আর অশ্বিনকেও (৩০) সাজঘরে ফিরিয়ে দেন লেয়ন। অস্ট্রেলিয়া আরও স্বস্তি নিয়ে দিন শেষ করতে পারত। ৮৮তম ওভারে কামিন্সের বলে ঋদ্ধিমানের দেয়া ক্যাচটি প্রথম সিøপে নিতে পারেননি ম্যাট রেনশ। লেয়ন ৪, প্যাট কামিন্স ও জস হ্যাজলউড নিয়েছেন ১টি করে উইকেট। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩০০ রানের গল্পটা কেবলই স্মিথের (১১১)। এ্যালিস্টার কুকের পর ভারতের মাটিতে ‘ভিনদেশী অধিনায়ক’ হিসেবে এক সিরিজে তিন সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। স্মিথের মূল্যবান উইকেটটি তুলে নিয়ে আবার নতুন এক রেকর্ড প্রতিপক্ষ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। টেস্টে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের (৭৯টি) মালিক এখন তিনিই। ভেঙেছেন ডেল স্টেইনের রেকর্ড (৭৮ উইকেট, ২০০৭-২০০৮)। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৩০০/১০ (৮৮.৩ ওভার; রেনশ ১, স্মিথ ১১১, শন মার্শ ৪, হ্যান্ডসকম্ব ৮, ম্যাক্সওয়েল ৮, ওয়েড ৫৭, কামিন্স ২১, ও’কেফে ৮, লেয়ন ১৩, হেজলউড ২*; ভুবনেশ্বর ১/৪১, উমেষ যাদব ২/৬৯, অশ্বিন ১/৫৪, জাদেজা ১/৫৭, কুলদীপ যাদব ৪/৬৮) ভারত প্রথম ইনিংস ২৪৮/৬ (৯১ ওভার; রাহুল ৬০, বিজয় ১১, পূজারা ৫৭, রাহানে ৪৬, নায়ার ৫, অশ্বিন ৩০, সাহা ১০*, জাদেজা ১৬*; লেয়ন ৪/৬৭, হ্যাজলউড ১/৪০, কামিন্স ১/৫৯)। ক্স দ্বিতীয় দিন শেষে
×