ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বার্সায় ক্রুইফের নামে স্টেডিয়াম

প্রকাশিত: ০৫:৪৪, ২৭ মার্চ ২০১৭

বার্সায় ক্রুইফের নামে স্টেডিয়াম

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ ক্লাব বার্সিলোনার সঙ্গে আত্মীক সম্পর্ক ছিল জোহান ক্রুইফের। ডাচ এই কিংবদন্তি ফুটবলার অনেকটা সময় কাতালানদের হয়ে খেলেছেন। শুধু তাই নয়, কোচের দায়িত্বও পালন করেছেন। দুই ক্ষেত্রেই দারুণ সফল সাবেক এই প্লেমেকার। খেলোয়াড় ও কোচ হিসেবে অনবদ্য ভূমিকা রাখা ক্রুইফকে সম্মান জানাচ্ছে বার্সিলোনা। এজন্য তারা ন্যুক্যাম্পে বসাতে যাচ্ছে ক্রুইফের মূর্তি। ডাচ এই কিংবদন্তির নামে একটি স্টেডিয়ামেরও নাম রাখছে কাতালান ক্লাবটি। ২০১৬ সালের ২৪ মার্চে ৬৮ বছর বয়সে না ফেরার দেশে চলে যান ক্রুইফ। তার প্রথম মৃত্যুবার্ষিকীর একদিন পর বার্সিলোনার পক্ষ থেকে দেয়া হয়েছে এই ঘোষণা। ক্রুইফের নামে ‘বি’ টিমের স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত জানান বার্সিলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্টেমেউ। তিনি বলেন, আমরা অনুশীলন মাঠে যে স্টেডিয়াম করছি, সেটা আর মিনিয়েস্টাডি থাকবে না, এখন থেকে সেটার নাম জোহান ক্রুইফ স্টেডিয়াম। ক্রুইফ আমাদের মাথা উঁচু করা শিখিয়েছিলেন এবং দেখতে শিখিয়েছিলেন, কোনকিছুই অসম্ভব নয়। বার্সার হয়ে ক্রুইফের পরা ৯ নম্বর জার্সি এবং ১৯৭৪ সালে জেতা ব্যালন ডি’অর ট্রফি বার্সিলোনার জাদুঘরে প্রদর্শনীর জন্য দেয়া হবে বলে জানিয়েছেন তার ছেলে ইয়োর্ডি। খেলোয়াড় ও কোচ হিসেবে বার্সিলোনার হয়ে ১৩ শিরোপা জেতেন ক্রুইফ। খেলোয়াড় হিসেবে একটি করে লা লিগা ও স্প্যানিশ কাপ জেতার পর কোচ হিসেবে বার্সিলোনার শোকেসে ১১ ট্রফি জয় করেন।
×