ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিয়ামিতে মুগুরুজা-সিবুলকোভার জয়

প্রকাশিত: ০৫:৪৪, ২৭ মার্চ ২০১৭

মিয়ামিতে মুগুরুজা-সিবুলকোভার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন গারবিন মুগুরুজা, ক্যারোলিন পিসকোভা, ক্যারোলিন ওজনিয়াকি এবং ডোমিনিকা সিবুলকোভার মতো তারকারা। দারুণ জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন তারা। তবে চতুর্থ পর্ব থেকেই বিদায় নিয়েছেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা এবং রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। ২০১৪ সালে টেনিস কোর্টে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে জায়গা করে নেন ডোমিনিকা সিবুলকোভা। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি তিনি। গত দুটি বছর একেবারেই বাজেভাবে কেটেছে সেøাভাকিয়ার এই টেনিস তারকার। কিন্তু তবু হাল ছাড়েননি তিনি। নিজেকে স্বরূপে ফেরানোর জন্য নিয়মিতই লড়াই করে যাচ্ছেন ডোমিনিকা সিবুলকোভা। সেই লক্ষ্য নিয়েই মিয়ামি ওপেনের কোর্টে নামেন তিনি। ক্যালিফোর্নিয়ার এই টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত খেলছেন সিভুলকোভা। শনিবার তৃতীয় পর্বের ম্যাচে চতুর্থ বাছাই সিবুলকোভা ৬-২ এবং ৬-৩ সেটে পরাজিত করেন বেলজিয়ামের ক্রিস্টেন ফ্লিপকেন্সকে। শেষ ষোলোতে তার প্রতিপক্ষ এখন লুসি সাফারোভা। চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা তৃতীয় রাউন্ডে ৬-১ এবং ৬-৩ সেটে ক্রোয়েশিয়ার এ্যাজলা তমলজানোভিচকে হারিয়ে চতুর্থ রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। এদিকে স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজা কষ্টার্জিত জয়ে তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়েছেন। এদিন তিনি ৪-৬, ৬-২ এবং ৬-২ সেটে হারান চীনের ৩০তম বাছাই য্যাং শুয়াইকে। প্রতিপক্ষকে হারাতে মুগুরুজার সময় লাগে দুই ঘণ্টারও বেশি। ম্যাচ শেষে মুগুরুজা বলেন, ‘এটা খুব কঠিন একটা ম্যাচ। বিশেষ করে প্রথম রাউন্ডের ম্যাচে। যার বিপক্ষে আপনি আবার খুব বেশি ম্যাচ খেলেননি। এটা কোনভাবেই অস্বীকার করার উপায় নেই যে এখানে অনেক ভাল মাপের খেলোয়াড় রয়েছে। তারা খুবই ভাল পারফর্ম করে। সেই হিসেবে এখানে সবসময়ই বিপদের মধ্যে।’ শেষ ষোলোতে গারবিন মুগুরুজার প্রতিপক্ষ ক্যারোলিন ওজনিয়াকি। তৃতীয় রাউন্ডে ডেনমার্কের এই টেনিস তারকা ৬-৪ ও ৬-২ সেটে উড়িয়ে দেন রোমানিয়ার সোরানা ক্রিস্টিয়াকে। ক্রিস্টিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ওজনিয়াকির। তাকে হারিয়ে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করতে পেরে আনন্দিত ড্যানিশ টেনিস তারকা। এ বিষয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা বলেন, ‘নিঃসন্দেহে কঠিন একটা ম্যাচ ছিল। কারণ সে ফ্ল্যাট খেলে এবং স্ট্রোকসে তার অনেক শক্তি। তাছাড়া আমরা একে অপরকে বেশ ভাল চিনি। প্রায় বিশ বছর ধরে তাকে চিনি। যে কারণেই আমার জন্য এই জয়টা খুবই আনন্দের।’ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ক্যারোলিন ওজনিয়াকি। কিন্তু ডেনমার্কের এই টেনিস তারকার দুর্র্ভাগ্য যে, এখন পর্যন্ত মেজর কোন শিরোপা জয়ের স্বাদ পাননি তিনি। তবে কখনই হাল ছেড়ে না দেয়া এই ড্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজার বিপক্ষে ম্যাচে নিজের সেরাটাই ঢেলে দিতে চান। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে মুগুরুজা কঠিন। কিন্তু তার বিপক্ষে আরও একটি ম্যাচ খেলার জন্য আমি মুখিয়ে আছি।’ দারুণ জয়ে চতুর্থ পর্বে জায়গা করে নিয়েছেন চেকপ্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাও। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই শনিবার ৭-৫ এবং ৬-৩ সেটে হারান কাজাখস্তানের জুলিয়া পুতিনসেভাকে। তবে দিনের সবচেয়ে বড় খবর ছিল এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার বিদায়। ক্রোয়েশিয়ার মির্জানা লুসিচ বারোনির কাছে ৬-০ এবং ৬-৩ সেটে হার মানেন তিনি। ম্যাচ শেষে অবশ্য প্রতিপক্ষের প্রশংসায় পঞ্চমুখ রাদওয়ানস্কা। এ বিষয়ে পোলিশ টেনিস তারকা নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘বারোনি আজ অবিশ্বাস্য টেনিস খেলেছে। শুরু থেকেই দুর্দান্ত খেলেছে। খুবই আক্রমণাত্মক এবং সবকিছুতেই যেন অবিশ্বাস্য গতিতে আঘাত করেছে। তার বিপক্ষে আমি আসলেই দাঁড়াতেই পারছিলাম না। প্রথম সেটটা খুব দ্রুতই শেষ হয়েছে। তবে দ্বিতীয় সেটে অবশ্য আমার কিছু সুযোগ ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছুই করতে পারছিলাম না।’ এছাড়া দিনের অন্য ম্যাচে জয়ের দেখা পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেথেনি মাটেক স্যান্ডস এবং চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভা।
×