ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রান্স, পর্তুগাল, সুইডেনের সহজ জয়

প্রকাশিত: ০৫:৪৩, ২৭ মার্চ ২০১৭

ফ্রান্স, পর্তুগাল, সুইডেনের সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের জার্সিতেও স্বমহিমায় জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারকা এই ফরোয়ার্ডের জোড়া গোলে ভর করে বিশ্বকাপ বাছাই ফুটবলে ইউরোপীয় অঞ্চলের ম্যাচে সহজ জয় পেয়েছে পর্তুগাল। শনিবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে পর্তুগাল ৩-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। ঘরের মাঠে পর্তুগীজদের হয়ে অপর গোলটি করেন আন্দ্রে সিলভা। এই গ্রুপে টানা পঞ্চম জয় পেয়েছে সুইজারল্যান্ড। সুইসরা নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছে লাটভিয়াকে। এ্যান্ডোরা ফারো আইল্যান্ডের ম্যধকার অপর ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ‘বি’ গ্রুপে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে সুইজারল্যান্ড। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল। ৭ পয়েন্ট নিয়ে তিনে হাঙ্গেরি। ‘এ’ গ্রুপ থেকে সহজ জয় পেয়েছে ফেবারিট ফ্রান্স ও সুইডেন। ফরাসীরা ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক লুক্সেমবার্গকে। বিজয়ী দলের হয়ে অলিভিয়ের জিরুড করেন জোড়া গোল। অপর গোলটি তারকা ফরোয়ার্ড এ্যান্টোনিও গ্রিজম্যানের। সুইডেন ৪-০ গোলে হারিয়েছে বেলারুশকে। আর বুলগেরিয়ার কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে হল্যান্ড। ‘এ’ গ্রুপে বর্তমানে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। ১০ পয়েন্ট নিয়ে সুইডেন দুইয়ে। ৯ পয়েন্ট নিয়ে তিনে বুলগেরিয়া। আর চার নম্বরে থাকা ডাচদের পয়েন্ট ৭। ‘এইচ’ গ্রুপের ম্যাচে বড় জয় পেয়েছে বসনিয়া-হার্জেগোবিনা। তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জিব্রাল্টারকে। অপর দুটি ম্যাচই ড্র হয়। সাইপ্রাস-এস্তোনিয়া গোলশূন্য ও বেলজিয়াম-গ্রীস ম্যাচ ১-১ গোলে ড্র হয়। বিশ্বকাপ বাছাইপর্বে গত তিন রাউন্ডে ১৬ গোল করেছে পর্তুগাল। নিয়মিতই প্রতিপক্ষের জালে গোলোৎসব করে চলেছে ইউরোপের ব্রাজিল খ্যাত দলটি। লিসবনে ম্যাচের শুরু থেকে বেশ গোছানো ফুটবল খেলা পর্তুগাল ১৯ মিনিটে প্রথম ভাল সুযোগ পায়। রিকার্ডো কারেসমার ক্রসে ফাঁকায় পেয়েও লক্ষ্যভ্রষ্ট হেড করেন রোনাল্ডো। প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে চার মিনিটের ব্যবধানে দুইবার বল জালে পাঠায় স্বাগতিকরা। ৩২ মিনিটে রাফায়েল গুয়েরেইরোর পাস থেকে অনায়াসে দলকে এগিয়ে দেন সিলভা। আর পোর্তোর এই ফরোয়ার্ডের ব্যাকহিলে বল পেয়ে ডি বক্সের মাথা থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক রোনাল্ডো। গত সেপ্টেম্বরে জিব্রাল্টারের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলে অভিষেক হওয়া সিলভা এই নিয়ে বাছাইপর্বে পাঁচ গোল করলেন। বিরতির পর ৬৫ মিনিটে দারুণ ফ্রিকিকে রোনাল্ডো পর্তুগালের হয়ে তিন নম্বর গোল করেন। বাঁ দিক থেকে তার শট পোস্টের ভেতরের কানায় লেগে জালে প্রবেশ করে। বাছাইপর্বে এই নিয়ে চার ম্যাচ ৯ গোল করলেন সি আর সেভেন। আন্তর্জাতিক ফুটবলে তার মোট গোল হলো ৭০। লুক্সেমবার্গের মাঠে ২৮ মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। বক্সের ডানদিক থেকে জিবরিল সিডিবের বাড়ানো বলে জিরুডের প্লেসিং ঠিকানা খুঁজে পায়। ৩৪ মিনিটে অরেলিয়ে জোয়াকিম পেনাল্টি থেকে সমতায় ফেরান স্বাগতিকদের। ডি বক্সের মধ্যে মাতুইডি প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টি পায় লুক্সেমবার্গ। তিন মিনিট পর স্পট কিক থেকে ফ্রান্সকে ফের এগিয়ে নেন এ্যাটলেটিকো মাদ্রিদ তারকা গ্রিজম্যান। বিরতির পর ৭৭ মিনিটে চোখ ধাঁধানো হেডে স্কোরলাইন ৩-১ করেন আর্সেনালের ফরোয়ার্ড জিরুড। সবশেষ দুটি বিশ্বকাপেই সেমিফাইনাল খেলেছে হল্যান্ড। ২০১০ সালে খেলেছিল ফাইনালও। কিন্তু ২০১৮ সালের পরবর্তী বিশ্বকাপে ডাচরা অংশগ্রহণ করতে পারবে কিনা, তা নিয়ে জেগেছে ঘোর শঙ্কা। বাছাইপর্বের সবশেষ ম্যাচে বুলগেরিয়ার কাছে ২-০ গোলে হারের পর যেটা আরও জোরালো হয়েছে। বাজে এই পরাজয়টাকে একটা ভৌতিক অভিজ্ঞতা বলেই বিবেচনা করছেন ডাচ অধিনায়ক আরিয়েন রোবেন। বুলগেরিয়ার মাঠে খেলতে গিয়ে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে হল্যান্ড। ৫ ও ২০ মিনিটে দুটি গোলই করেন বুলগেরিয়ার ফরোয়ার্ড স্পাস ডেলেভ। পরে একটি গোলও শোধ করতে পারেনি ডাচরা। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বুলগেরিয়া। ১৯৩১ সালের পর সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে হল্যান্ডের জার্সিতে অভিষেক হয়েছে ১৭ বছরের ম্যাথিস ডি লিটের। কিন্তু অভিষেকটা তার হয়ে রইল দুঃস্বপ্ন ঘেরা। তার ভুলেই বল পেয়ে বুলগেরিয়াকে এগিয়ে দেন স্পাস ডেলেভ। ডেলেভই হল্যান্ডের দুঃস্বপ্নটাকে ভৌতিক রূপ দেন তার দ্বিতীয় গোলে। দুই গোলে পিছিয়ে ডাচ বাহিনী আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল। কিন্তু বুলগেরিয় গোলকিপার নিকোলাই মিহাইলভ যেন চীনের প্রাচীরকে সোভিয়ায় এনে দাঁড় করিয়েছিলেন। হল্যান্ডের একের পর এক প্রচেষ্টা দারুণভাবে প্রতিহত করেন মিহাইলভ। ড্যাভি ক্লাসেনের একটি তীব্র শট যে মিহাইলভ যেভাবে ফিরিয়েছেন তাতে জয়টা যে প্রাপ্য ছিল বুলগেরিয়ারই।
×