ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইউ আকৃতির সর্বোচ্চ ভবন

প্রকাশিত: ০৫:৩৫, ২৭ মার্চ ২০১৭

ইউ আকৃতির  সর্বোচ্চ ভবন

নিউইয়র্কের একটি স্থাপত্য ফার্ম অনন্য গগনচুম্বী ভবন নির্মাণের প্রস্তাব করেছে। ওইও’র নক্সায় দেখা গেছে, ভবনটির শীর্ষ অংশ বেঁকে গেছে এবং দেখতে উল্টা ইউ অক্ষরের মতো। ভবনটির নাম হবে বিগ বেন্ড। এটি নির্মিত হলে একদিন বিশ্বের সর্বোচ্চ ভবন হবে। ভবনটি লম্বায় হবে ৪শ’ ফুট, যা বিশ্বের বর্তমান সর্বোচ্চ ভবনগুলোর উচ্চতার দ্বিগুণ হবে। গগনচুম্বী ভবনের কিছু ছবি অনলাইনে ইতোমধ্যে মানুষের মন কেড়ে নিয়েছে। নির্মাণ প্রতিষ্ঠানটির আশা, তারা নিউইয়র্কের নিয়মকানুন মেনেই ভবন নির্মাণ করতে সক্ষম হবে। আর তা হলে ম্যানহাটনে তারা বিশ্বের সর্বোচ্চ ও অনন্য একটি ভবন নির্মাণের কীর্তি গড়তে পারবে। ব্যতিক্রমী এ নক্সার ভবনে প্রতিষ্ঠানটি এমন এক লিফট সিস্টেমেরও ব্যবস্থা করার কথা জানিয়েছে, যা বাঁকা ও আনুভূমিকভাবে চলতে পারবে। অনেক মানুষ টুইটারে প্রস্তাবিত ভবনটির প্রশংসা করে তাদের মতামত শেয়ার করেছে। -এনডিটিভি
×