ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রাইভেট পড়া না পারায় শিক্ষিকার প্রহারে গুরুতর আহত শিশু

প্রকাশিত: ০৫:৩৪, ২৭ মার্চ ২০১৭

প্রাইভেট পড়া না পারায় শিক্ষিকার প্রহারে গুরুতর আহত শিশু

নিজস্ব সংবাদদাতা, মংলা, ২৬ মার্চ ॥ মংলায় প্রাইভেট পড়া না পারায় শিক্ষিকার বেদম প্রহারে মারাত্মক আহত হয়েছে ৬ বছরের এক শিশুকন্যা। শিক্ষিকার লাঠির পিটুনিতে ওই শিশুর হাত, পা, পিঠ, কোমরসহ পুরো শরীরে মারাত্মক জখম হয়েছে। প্রতিবেশীরা শিশুটির ডাক-চিৎকার ও কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এলাকাবাসী ও শিশু, পরিবার জানায়, মংলার সিগনাল টাওয়ার এলাকার গৃহশিক্ষিকা ইতি বেগমের (২৫) কাছে প্রাইভেট পড়ত একই এলাকার দিনমজুর মোঃ আদারুলের শিশু শ্রেণীতে পড়ুয়া কন্যা আরিফা (৬)। অন্যান্য দিনের মতো রবিবার সকালে আরিফা প্রাইভেট পড়ার জন্য গৃহশিক্ষিকা ইতির বাড়িতে যায়। আগের দিনের দেয়া পড়া না পারায় রাগ হয়ে শিক্ষিকা লাঠি দিয়ে বেদম মারধর করে শিশুটিকে। এ সময় শিশুর চিৎকার শুনে আশপাশের মহিলারা এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে শিশুটির মা এসে মেয়ের শরীরে পিটানোর জখম দেখে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা শিশুটিকে মংলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রতিবেশী মহিলারা শিশুটিকে বেদম মারধর করার বিষয়ে গৃহশিক্ষিকার কাছে জানতে চাইলে ওই শিক্ষিকা ও তার স্বামী সাদ্দাম হোসেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। শিশুটির ওপর বর্বরোচিত নির্যাতনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিশু আরিফা সিগনাল টাওয়ার এলাকার মোঃ ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী। এ বিষয়ে মংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় মামলা নেয়া হবে। অভিযুক্তরা ঘটনার পর পালিয়েছে। তাদের আটকে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।
×