ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় টেম্পোরারি পাস পাচ্ছেন অবৈধ বাংলাদেশীরা

প্রকাশিত: ০৫:৩৪, ২৭ মার্চ ২০১৭

মালয়েশিয়ায় টেম্পোরারি পাস পাচ্ছেন অবৈধ বাংলাদেশীরা

স্টাফ রিপোর্টার ॥ মালয়েশিয়ায় বসবাসকারী কাগজপত্রহীন অবৈধ প্রবাসী কর্মীদের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে ই-কার্ড (টেম্পোরারি পাস) নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। লেবার কাউন্সিলর বলেন, গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতু শ্রী নাজিব তুন রাজাকের সঙ্গে টেলিফোনে বাংলাদেশী কাগজপত্রহীন প্রবাসী কর্মীদের বৈধতার আওতায় আনার অনুরোধ করেন। এ অনুরোধে সাড়া দিয়ে মালয়েশিয়া সরকার সিদ্ধান্ত নেয় ই-কার্ড (টেম্পোরারি পাস) দেয়ার। বর্তমানে অবৈধ কর্মীরা ই-কার্ড কার্যক্রমের আওতায় বৈধতা নিচ্ছেন। তবে এই কার্ড বেশি দিনের জন্য দেয়া হচ্ছে না। নির্দিষ্ট সময়ের পর এর কোন কার্যকারিতা থাকবে না। যাদের কোন প্রকার কাগজপত্র নেই তাদের ডকুমেন্ট প্রদানের লক্ষ্যে দুই ধরনের টেম্পোরারি পাস দেয়া হচ্ছে। প্রথমত যাদের কোন ধরনের কাগজপত্র নেই তারা মালিকের সহায়তায় ইমিগ্রেশন বিভাগে গেলে তাদের একটি ‘লাল’ টেম্পোরারি পাস দেয়া হয়। পরে সেই কার্ডটি নিয়ে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে কর্মীরা পাসপোর্ট করে নিতে পারবেন। ওই পাসপোর্ট নিয়ে আবারও ইমিগ্রেশনে গেলে তাদের ‘নীল’ টেম্পোরারি পাস দিচ্ছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এই কার্ডের মেয়াদ হবে এক বছর। এই সময়ের মধে ‘রি-হায়ারিং প্রোগ্রাম’-এর আওতায় কর্মীরা বৈধতা পাবে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ নিয়োগ কর্তাদের কোন এজেন্ট বা দালাল দিয়ে ই-কার্ডের নিবন্ধন না করতে সতর্ক করেছে। কর্মীরা নিজেরাই ইমিগ্রেশন বিভাগে এসে ই-কার্ড নিতে পারবেন। উল্লেখ্য, এই ই-কার্ডের মেয়াদ থাকবে এ বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে রি-হায়ারিং পদ্ধতিতে কর্মীরা নির্দিষ্ট মালিকের মাধ্যমে বৈধ ভিসার আবেদন করতে পারবেন।
×