ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

প্রকাশিত: ০৫:২৮, ২৭ মার্চ ২০১৭

জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

সৌমিত্র মানব, সাভার থেকে ॥ রবিবার সকাল থেকেই হাজারো মানুষের বলিষ্ঠ কণ্ঠে ‘স্বাধীনতা দিবসের চেতনা বৃথা যেতে দেব না’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘বীর বাঙালীরা গর্জে উঠুক আরেকবার’ প্রভৃতি সেøাগান ও জামায়াত-শিবির-রাজাকারের বিচার দাবিতে প্রকম্পিত হয়ে উঠেছিল সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাল-সবুজ পতাকা হাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে যুবক থেকে বৃদ্ধ সকলের কণ্ঠেই ধ্বনিত হয়েছে এ দাবি। এদিন জাতি মহান স্বাধীনতার ৪৬ বছর পালন করল। সকাল থেকে ফুলে ফুলে ভরে উঠেছিল স্মৃতিসৌধের বেদি। একইসঙ্গে দেশাত্মবোধক গান ও মুহুর্মুহু সেøাগানে মুখরিত হয়ে উঠছিল স্মৃতিসৌধ প্রাঙ্গণ। শ্রদ্ধায় অবনত জাতি এদিন আবারও স্মরণ করল মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরসন্তানদের। এদিন সকাল থেকেই ছিল সর্ব সাধারণের ভিড়। দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রাম আর ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এ মহান দিনে আত্মোৎসর্গকারী সেই সব শহীদ পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালো। সেই সঙ্গে রাজাকার, আলবদর ও যুদ্ধাপরাধী নির্মূল করে দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে শহীদ পরিবারের সদস্যরা বিশেষভাবে দিনটি পালন করেন। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন ভোর ৬টার দিকে রাষ্ট্রপতি এ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধের মূল শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। তিন বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল তাদের ‘গার্ড অব অনার’ প্রদান করেন। বিউগলে বেজে ওঠে করুণ সুর। মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর স্পীকার শিরীন শারমিন চৌধুরী স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করার পর মুক্তিযোদ্ধা সংসদ, বিদেশী কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়। স্বাধীনতা দিবসে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করে জাতীয় স্মৃতিসৌধের সামনে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে সেই ভিড়। এর আগে রাত ১২টায় পর ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসটি উদ্যাপনের কার্যক্রম। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্মৃতিসৌধের ভেতরে ও বাইরে নিরাপত্তা বলয় তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বিএনপি ॥ সকাল ৯টা ৩২ মিনিটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের স্মরনে সাভার জাতীয় স্মৃতিসৌধে বিএনপির চেয়ারপার্সন ্েবগম খালেদা জিয়া পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি অল্প কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। বিভিন্ন দল ও সংগঠনের শ্রদ্ধাঞ্জলি ॥ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের মধ্যে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর মধ্যে রয়েছেÑ জাতীয় সমাজতন্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, জাতীয় পার্টি (জেপি), জাগপা, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), ন্যাপ, বাংলাদেশ গণআজাদী লীগ, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ যুব মৈত্রী-কেন্দ্রীয় কমিটি, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি), সমাজতান্ত্রিক বিপ্লবী পার্টি, সোনার বাংলা পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ছাত্র ঐক্য ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর হলসমূহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও এর হলসমূহ, জাতীয় বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ^বিদ্যালয় ও এর হলসমূহ, জগন্নাথ বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ, চামড়া গবেষণা ইনস্টিটিউট, সাভার গণবিশ^বিদ্যালয়, দুর্নীতি দমন কমিশন (সাভার উপজেলা), সাভার প্রেসক্লাব, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর আসর, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, বাংলাদেশ রেলওয়ে, সাভার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, স্থাপত্য অধিদফতর, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, এডাব, সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস)- সাভার, নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ সাভার, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, প্রতœতত্ত্ব অধিদফতর, সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ গার্মেন্টস এ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন, পূবালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), অগ্রণী ব্যাংক, বাংলাদেশ আইন সমিতি, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ), কর্মসংস্থান ব্যাংক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), বাংলাদেশ বঙ্গবন্ধু পরিষদ, বিসিএস (কৃষি) এ্যাসোসিয়েশন, বিসিএস (লাইভস্টক) এ্যাসোসিয়েশন, সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ খ্রীষ্টান এ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ), বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ মহিলা পরিষদ, জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), পাবনা সমিতি, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, এনজিও ফেডারেশন (এফএনবি), চট্টগ্রাম সমিতি-ঢাকা প্রমুখ।
×