ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ০৩:৪৩, ২৭ মার্চ ২০১৭

লৌহজংয়ে বিনামূল্যে চিকিৎসা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার ঢাকার ইউনাইটেড হাসপাতাল এবার ৫ম বারের মতো ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করায় প্রায় দুই হাজার গরিব রোগী চিকিৎসা নিয়েছেন। লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুর বাড়ি গ্রামের ইউনুছ খান-মাহমুদা খানম মেমোরিয়াল হেলথ কমপ্লেক্সে এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়। দিনভর প্রায় দুই হাজার নারী-পুরুষ ও শিশু বিভিন্ন জটিল ও কঠিন রোগের চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা দিয়েছেন ইউনাইটেড হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডাঃ মজিবুল হক মোল্লা ও ডাঃ তানভির বিন লতিফ, গাইন বিশেষজ্ঞ ডাঃ নার্গিস মাহমুদ ও ডাঃ হাসিনা আফরোজ, শিশু বিশেষজ্ঞ ডাঃ মশিউর রহমান ও ডাঃ আশরাফ এ শেখ, নবজাতক বিশেষজ্ঞ ডাঃ নার্গিস আরা বেগম, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ রাকিব হোসেনসহ অর্ধশতাধিক ডাক্তার।
×