ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধারা পেলেন ‘বীর নিবাস’

প্রকাশিত: ০৩:৪২, ২৭ মার্চ ২০১৭

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধারা পেলেন ‘বীর নিবাস’

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৬ মার্চ ॥ টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত লাল-সবুজের ‘বীর নিবাস’ প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে একতলা ভবন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন জেলার ভূমিহীন ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধারা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় চলমান ‘ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণ প্রকল্প’র বরাদ্দ বাড়ানোর দাবি করেছেন মুক্তিযোদ্ধারা। জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধানে জেলার ১২টি উপজেলায় প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ১৪৬টি বাসস্থান নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ১১২টি ‘বীর নিবাস’ নির্মাণ করে অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৩৪টির নির্মাণকাজ চলছে। সূত্র মতে, জেলার ১২টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২৫টির মধ্যে ২৪টি হস্তান্তর করা হয়েছে এবং একটির নির্মাণকাজ চলছে। ভূঞাপুরে ১০টির মধ্যে ৭টি হস্তান্তর ও ৩টির কাজ চলছে। গোপালপুরে ৭টির মধ্যে সবকটি হস্তান্তর করা হয়েছে। ঘাটাইলে ২১টির মধ্যে ১৮টি হস্তান্তর ও ৩টির কাজ চলমান রয়েছে। মির্জাপুরে ১৩টির মধ্যে ১১টি হস্তান্তর ও ২টির কাজ চলছে। নাগরপুরে ১২টির মধ্যে ৯টি ভবন হস্তান্তর ও ৩টির নির্মাণকাজ চলছে। কালিহাতীর ১৪টির মধ্যে ৬টি হস্তান্তর ও ৮টির নির্মাণকাজ চলছে। সখীপুরের ১৪টির মধ্যে ৯টি হস্তান্তর ও ৫টির কাজ চলছে। বাসাইলে ১৪টির মধ্যে ১১টি হস্তান্তর ও ৩টির নির্মাণকাজ চলছে। দেলদুয়ারে ১৩টির মধ্যে ১২টি হস্তান্তর ও ১টি নির্মাণ করা হচ্ছে। ধনবাড়ীতে ২টির মধ্যে ২টিই হস্তান্তর এবং মধুপুরের ১টির মধ্যে ১টিই হস্তান্তর করা হয়েছে।
×