ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় সংখ্যালঘু ব্যবসায়ীকে দেশ ছাড়ার হুমকি!

প্রকাশিত: ০৩:৪১, ২৭ মার্চ ২০১৭

নওগাঁয় সংখ্যালঘু  ব্যবসায়ীকে দেশ  ছাড়ার হুমকি!

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৬ মার্চ ॥ নওগাঁয় সুদের ওপর ১ লাখ টাকা ধার নিয়ে ৬০ হাজার টাকা সুদ ও ৬১ হাজার টাকা আসল পরিশোধ করার পরেও সংখ্যালঘু ব্যবসায়ী রাজ নারায়ণ চৌধুরী দাদন ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও তার ভাই রফিকুল ইসলামের হুমকিতে সন্ত্রস্ত হয়ে পড়েছেন। ব্যবসায়িক পরিচিতির সুযোগে রাজ নারায়ণ চৌধুরীর ড্রয়ার থেকে দাদন ব্যবসায়ীর ছোট ভাই রফিকুল ইসলাম ব্যাংকের ৩টি ফাঁকা চেক চুরি করে একটিতে ৭ লাখ টাকা বসিয়ে ব্যাংকে জমা দিলে ব্যাংক তা ডিজওনার করে। ব্যাংকের চেক চুরিসহ সংখ্যালঘু ব্যবসায়ীকে মারদর করে ভারতে পাঠিয়ে দেয়ার হুমকি এবং হত্যা করে লাশ গুমের হুমকির প্রেক্ষিতে বুধবার আদালতে মামলা করলে দাদন ব্যবসায়ীর দুই ভাই বাঁচার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা নিজেদের সুদের কারবারের কথা গোপন করে ব্যবসায়ী রাজ নারায়ণের কাছ থেকে সরিষার তেল কেনার জন্য ৭ লাখ টাকা দেয়ার পর সেই টাকা বা তেল না দেয়ার কাহিনীর অবতারণা করে রফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে থানায় উল্টো একটি জিডি করেন। যা সম্পন্ন মিথ্যা বলে দাবি করেন ব্যবসায়ী রাজ নারায়ণসহ স্থানীয় ব্যবসায়ীরা। রবিবার শহরের ডালপট্টি মহল্লার ব্যবসায়ী রাজ নারায়াণ চৌধুরী, নাছিম উদ্দিন, শাহিন হোসেন, বিশ্বনাথ মাহাতো, মোঃ লিংকন, রঘু ম-লসহ স্থানীয়রা জানান, সম্প্রতি এ ব্যাপারে স্থানীয়ভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে রাজ নারায়ণকে সুদের ওপর ১ লাখ টাকা দিয়ে সুদাসলে ১ লাখ ২১ হাজার টাকা নেয়ার পর আশরাফুল আরও ১ লাখ টাকা দাবি করে। এখানে সরিষার তেল কেনার জন্য ৭ লাখ টাকা দেয়ার কোন ঘটনা ঘটেনি। জানা গেছে, নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের মৃত আফসার আলী ম-লের পুত্র মোঃ আরিফুল ইসলাম ব্যবসায়ী রাজ নারায়ণ চৌধুরীকে মাসে ৫ হাজার টাকা সুদের ভিত্তিতে ৩ কিস্তিতে ১ লাখ টাকা ধার দেয়। সুদাসল মিলে ১ লাখ ২১ হাজার টাকা পরিশোধ করার পর আশরাফুল ও তার ভাই রফিকুল ইসলাম ৭ লাখ টাকা দাবি করে। রাজ নারায়ন জানান, আশরাফুলের কাছে সুদের ওপর টাকা নিলেও রফিকুলের সঙ্গে তার কোন লেনদেন ছিল না।
×