ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মানব কল্যাণ যার কাজ

প্রকাশিত: ০৩:৪১, ২৭ মার্চ ২০১৭

মানব কল্যাণ  যার কাজ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ জনপ্রতিনিধিরা জনকল্যাণে সক্রিয় হলে সমাজকে কতটা এগিয়ে নিতে পারে তার দৃষ্টান্ত স্থাপন করছে বগুড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড। পৌর নির্বাচনের আগে ব্যক্তি তরুণ কুমার চক্রবর্তী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তা দিনে দিনে পূরণ করে প্রমাণ দিচ্ছেন ইচ্ছা ও উদ্যোগ থাকলেই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সকল অশুভ তৎপরতা দূর করা যায়। নির্বাচিত কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী এবারের স্বাধীনতা দিবসে ৩ নম্বর ওয়ার্ডবাসীর জন্য উপহার দিলেন একটি এ্যাম্বুলেন্স। যা বিনা ভাড়ায় ওয়ার্ডবাসীর বিপদে দোরগোড়ায় পৌঁছে যাবে। প্রতিশ্রুতি ছিল এলাকাকে মাদক আগ্রাসীদের দূর করবেন। রাত ৩-৪টা পর্যন্ত তিনি এলাকা দাবড়ে বেড়ান। মাদকাসক্ত ও মাদক বিক্রেতারা এলাকা ছেড়ে পালিয়েছে। তিন নম্বর ওয়ার্ডে সকল ফিডার সড়ক ও ড্রেন পরিচ্ছন্ন থাকে সব সময়। কোন বখাটে যুবক এলাকার কোন মেয়েকে যেন উত্ত্যক্ত ও যৌন হয়রানি করতে না পারে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন। কোনভাবেই যেন বাল্যবিয়ে না হয় তা প্রতিরোধে টিম গঠন করেছেন। ওয়ার্ডের মেধাবী শিক্ষার্থীদের তিনি সম্মাননা দিয়ে পাঠে মনযোগী হতে উৎসাহ দেন। ভাল ফলাফলে পুরস্কৃত করেন। এলাকার কর্মজীবী নারীদের জীবনমান উন্নয়নে সেলাই মেশিন বিতরণ করেন। ওই এলাকায় রাতে সকল সড়ক নিরাপদ। এলাকার কেউ গভীর রাতে কোন কারণে বিপদে ও অসুস্থ হয়ে পড়লে তিনি নিজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবারের স্বাধীনতা দিবসে তিনি এলাকার শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে এলাকার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়ে তাদের হাতেই অনুষ্ঠানের উদ্বোধন করিয়েছেন। এই বিষয়ে কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী বলেন, জনপ্রতিনিধি হয়ে মানুষের কল্যাণে তিনি এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করতে চান যা অনুসরণীয় হয়ে থাকবে।
×