ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এনভয় টেক্সের ৫ উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা

প্রকাশিত: ০৩:৩৩, ২৭ মার্চ ২০১৭

এনভয় টেক্সের ৫ উদ্যোক্তা শেয়ার হস্তান্তরের ঘোষণা

শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলের ৫ উদ্যোক্তা পরিচালক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, উদ্যোক্তা পরিচালক শিরিন সালাম ঐশীর হাতে নিজ প্রতিষ্ঠানের মোট ৩৯ লাখ ১৫ হাজার ৩৭৭টি শেয়ার রয়েছে। যার মধ্য থেকে ৫ লাখ শেয়ার তার ভাই ইশমাম সালামনকে হস্তান্তর করবেন। এদিকে, উদ্যোক্তা পরিচালক আব্দুস সালম মুর্শেদী ও শারমিন সালামের হাতে নিজ প্রতিষ্ঠানের যথাক্রমে ৪৬ লাখ ৯৮ হাজার ৪৫২টি ও ৩৯ লাখ ১৫ হাজার ৩৭৭টি শেয়ার রয়েছে। যার মধ্য থেকে তারা ৬ লাখ ও ৫ লাখ শেয়ার ছেলে ইশমাম সালামকে হস্তান্তর করবেন। এছাড়াও উদ্যোক্তা পরিচালক কুতুব উদ্দিন আহমেদ ও রাশিদা আহমেদের হাতে নিজ প্রতিষ্ঠানের যথাক্রমে ৫৭ লাখ ৭৯ হাজার ৯৫২টি ও ৩৯ লাখ ১৫ হাজার ৩৭৭টি শেয়ার রয়েছে। যার মধ্য থেকে তারা ২৩ লাখ ৪৯ হাজার ৫০০ ও ৭ লাখ ৮৩ হাজার শেয়ার মেয়ে সুমাইয়া আহমেদের পোর্টফোলিওতে হস্তান্তর করবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×