ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেঙ্গল বিস্কুটের মুনাফা বেড়েছে ৭ শতাংশ

প্রকাশিত: ০৩:৩২, ২৭ মার্চ ২০১৭

বেঙ্গল বিস্কুটের মুনাফা বেড়েছে  ৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওভার দা কাউন্টারের (ওটিসি) বেঙ্গল বিস্কুটস লিমিটেডের মুনাফা প্রথম প্রান্তিকে ৭ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ২০১৬-২০১৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ১৩ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯২ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে ১২ লাখ ৯০ হাজার টাকা এবং ১.৭৯ টাকা। মুনাফা বেড়েছে ৯০ হাজার টাকা। এদিকে ওটিসিতে গত ১৬ মার্চ সর্বশেষ কোম্পানিটির শেয়ার ১৪০ টাকায় লেনদেন হয়েছে। ২০১৩ সাল থেকে কোম্পানিটি ধারাবাহিক মুনাফায় রয়েছে। ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৪৩ লাখ ৯০ হাজার টাকা প্রকৃত মুনাফা করেছে।
×