ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন কমেছে ১০ শতাংশ

প্রকাশিত: ০৩:৩১, ২৭ মার্চ ২০১৭

পুঁজিবাজারে লেনদেন কমেছে ১০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ৯ দশমিক ৭৪ বা ১০ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ৫ হাজার ৬৯৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিল ৫ হাজার ১৮৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ৫০৫ কোটি টাকা বা ৯.৭৪ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৩ দশমিক ৬৩ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৭৬ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ১৬ শতাংশ। ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৪৪ শতাংশ বা ২৪.৯৬ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ৮৩ শতাংশ বা ১৭.০৪ পয়েন্ট। অপরদিকে, শরিয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৭৩ শতাংশ বা ৯.৬০ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টি কোম্পানির। আর দর কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সিটি ব্যাংক, এবি ব্যাংক, বে´িমকো, লঙ্কা বাংলা ফিন্যান্স, আরএসআরএম স্টিল, আইএফআইসি, ন্যাশনাল ব্যাংক, বে´িমকো ফার্মা, ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এবি ব্যাংক, আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড, তুং হাই নিটিং, এমআই সিমেন্ট, আই্এফআইসি, প্রাইম ব্যাংক মিউচুয়াল ফান্ড, আইসিবি, ন্যাশনাল ফিড মিল, আইসিবি এএমসিএল ৩য় এনআরবি ও ইভিন্স টেক্সটাইল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : রিলায়েন্স ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড ফিন্যান্স, স্ট্যান্ডার্ড সিরামিক, জুটস স্পিনার্স, বিজিআইসি, সিঙ্গার বিডি, পেনিনসুলা চট্টগ্রাম, সেন্ট্রাল ফার্মা ও দেশবন্ধু পলিমার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক বেড়েছে দশমিক ২৯ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২০টি কোম্পানির। আর দর কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।
×