ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদিতে চাকরির বাজারে নারীর অংশগ্রহণ ১৪৫ শতাংশ বেড়েছে

প্রকাশিত: ০৩:২৯, ২৭ মার্চ ২০১৭

সৌদিতে চাকরির বাজারে নারীর অংশগ্রহণ ১৪৫ শতাংশ বেড়েছে

সৌদি আরবে বেসরকারী চাকরির বাজারে নারীদের অংশগ্রহণ ১৪৫ শতাংশ বেড়েছে। ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্স্যুরেন্সে (জিওএসআই) ৪ লাখ ৯৬ হাজার ৪০০ জন নারী নিবন্ধিত হয়েছেন। ২০১২ সালে এ সংখ্যা ছিল ২ লাখ ৩ হাজার ৮৮ জন। জিওএসআইয়ের পরিসংখ্যান অনুযায়ী ২০১২ সালে বেসরকারী চাকরির বাজারে সৌদি নারীদের প্রতিনিধিত্ব ছিল ১২ শতাংশ, ২০১৬ সালের শেষ নাগাদ যা বেড়ে ৩০ শতাংশে দাঁড়ায়। সৌদি আরবের প্রায় ৪০ শতাংশ চাকরির বাজার রিয়াদে। কর্মসংস্থানের ক্ষেত্রে এর পরের স্থান মক্কা প্রদেশ। তৃতীয় অবস্থানে আছে পূর্বাঞ্চলীয় প্রদেশ জাযান। এ বিষয়ে দেশটির নারী ব্যবসায়ী লামা আল-সুলাইমান বলেন, যেসব নারী চাকরি করতে চাইছেন, তারা যাতায়াত ব্যবস্থা ও শিশুদের ডে-কেয়ার সেন্টারের অপ্রতুলতাসহ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি আরও বলেন, ছোট চাকরির প্রতিই কর্মজীবী নারীদের বেশি আগ্রহ। -অর্থনৈতিক রিপোর্টার
×