ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বস্তির নিচে প্রত্নতাত্ত্বিক নিদর্শন

অন্য রকম

প্রকাশিত: ০৩:১৬, ২৭ মার্চ ২০১৭

অন্য রকম

মিসরের রাজধানী কায়রোর মাতারিয়া এলাকার এক বস্তিতে যৌথভাবে খননকাজ চালাতে গিয়ে বহু পুরনো মূর্তির সন্ধান পেলেন মিসর ও জার্মানির একদল পুরাতাত্ত্বিক। ভূগর্ভস্থ পানি থেকে উদ্ধার হয়েছে বিশাল আকারের এক মূর্তি। পুরাতত্ত্বের ও গবেষক দলটি জানিয়েছে, দৈত্যাকৃতির মূর্তিটি তিন হাজার বছরের পুরনো। এটি ফারাও রামোস দ্বিতীয়র। এ পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছে, তার অন্যতম হলো ফারাও রামোস দ্বিতীয়র এ জায়ান্ট স্ট্যাচু। মূর্তিটির উচ্চতা ২৬ ফুট, যিনি তিন হাজার বছর আগে মিসর শাসন করেছেন। বর্তমান কায়রোর উত্তরে প্রাচীন হেলিওপোলিস শহরে রামোস দ্বিতীয়র মন্দিরের অদূরেই সন্ধান পাওয়া যায় আবক্ষ প্রাচীন মূর্তিটির। মিসরীয়দের কাছে এ রামোস হলেন সূর্যের দেবতা। -ওয়েবসাইট মরণাপন্ন শিশুকে উদ্ধার করল কুকুর যুক্তরাষ্ট্রের মিশিগান এলাকায় প্রচ- ঠাণ্ডার মধ্যে নগ্ন তিন বছরের এক শিশুকন্যার জীবন বাঁচাল পিনাট নামের একটি কুকুর। শীতের এক শুক্রবারে কাজের জন্য বাইরে যান পিনাটের মনিব। মিশিগানের আপার পেনিনসুলার বাড়িতে ফিরে আসার পর কুকুরের গোঙানি শুনতে পান তিনি। বাড়ির পেছনের মাঠে গিয়ে অবাক হতে হন পিনাটের আচরণ দেখে। পিনাটের মালিক জানান, মাঠের মধ্যে একটি শিশুকন্যাকে পড়ে থাকতে দেখে তার চারপাশে ঘুরে ঘুরে গোঙাচ্ছিল পিনাট। পরে তিনি ৯১১ নম্বরে ফোন করেন। ঘটনাস্থলে ডেল্টা কান্ট্রি শেরিফ অফিসার এসে ওই শিশুকে নিয়ে যান ও পরে জানান, সে সুস্থ আছে। -ওয়েবসাইট
×