ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেপালের প্রেসিডেন্ট ভারত সফরে যাবেন

প্রকাশিত: ০৩:১৫, ২৭ মার্চ ২০১৭

নেপালের প্রেসিডেন্ট ভারত সফরে যাবেন

নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভা-ারি ১৭ এপ্রিল ভারত সফরে যাবেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন। রাষ্ট্রপতির দফতর তার এ সফর নিশ্চিত করেছে। খবর হিন্দুস্তান টাইমসের। বিদ্যাদেবী ২০১৫ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর এটাই হবে তার প্রথম বিদেশ সফর। প্রেসিডেন্টের সহকারী মদন কুমার ভট্টরাই বলেছেন, বিদ্যাদেবী নয়াদিল্লীতে প্রণব মুখার্জি ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং ক্ষমতাসীন ও বিরোধীদলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সফরের বিস্তারিত কর্মসূচী তৈরি হয়নি। কর্মকর্তারা বলেছেন, সফরের সময় কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যাদেবীর ভারত সফরের কথা ছিল গত বছর। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করলে সফর বাতিল করা হয়।
×