ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মানুষের তৈরি সাহারা...

প্রকাশিত: ০৩:১৫, ২৭ মার্চ ২০১৭

মানুষের তৈরি সাহারা...

সাহারা মরুভূমি মানুষের তৈরি। ক্রমাগত গাছ কেটে ফেলায় একটু একটু করে কমে এসেছে বৃষ্টি। ধীরে ধীরে সবুজের জায়গা নিয়েছে বালি। দশ হাজার বছর আগে সাহারা ছিল সবুজে ঘেরা। পরে তা মরু অঞ্চলে পরিণত হয়। এ পরিবর্তনের পেছনে এতদিন প্রাকৃতিক কর্মকা-কেই দেখা হতো। কিন্তু ফ্রন্টিয়ারস ইন আর্থ সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে তা মানুষ তৈরি করেছে। আনুমানিক আট হাজার বছর আগে নীল নদের অববাহিকায় এক পশ্চিমমুখী অভিপ্রয়াণ ছিল। -জি নিউজ
×