ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প বিশেষ বাহিনীর ওপর নির্ভরশীলতা কমাচ্ছেন

প্রকাশিত: ০৩:১৪, ২৭ মার্চ ২০১৭

ট্রাম্প বিশেষ বাহিনীর ওপর  নির্ভরশীলতা কমাচ্ছেন

ইয়েমেন থেকে সিরিয়ায় এবং মধ্য আফ্রিকায় সোমালিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ ও অন্যান্য সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে প্রতিশ্রুত লড়াই জোরদার করার জন্য বিশেষ অভিযান বাহিনীর ওপর নির্ভর করছে ট্রাস্প প্রশাসন। উচ্চপদের কর্মকর্তারা বিদেশে মার্কিন সামরিক বাহিনীর অবস্থান কমিয়ে আনার লক্ষ্যে ওবামা যুগের এক কৌশল গ্রহণ করেছেন বলে বর্তমান প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। -খবর বিবিসি/নিউইয়র্ক টাইমসের। প্রেসিডেন্ট ট্রাম্প আফ্রিকায় আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত চরমপন্থী গ্রুপ শাবাবের সন্দেহভাজন জঙ্গীদের ওপর হামলার জন্য সোমালিয়ার বিভিন্ন অংশে বিশেষ বিমান অভিযান ও আকস্মিক হামলার ওপর বাধা উঠিয়ে নেয়ার জন্য পেন্টাগনের একটি প্রস্তাব অনুমোদন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। সমালোচকরা বলেছেন, যে সকল নিয়মবিধি ড্রোন হামলা ও কমান্ডো অভিযানে বেসামরিক লোকদের মৃত্যু ঠেকানোর চেষ্টা করে সেগুলোকে পাশ কেটে যাবে এসব পরিবর্তন। কিন্তু ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দুই মাসে অন্যান্য কিছু আভাস পেয়েছেন। তারা এখন সুদূরে তীব্র রণাঙ্গনগুলোতে ব্যাপক সংখ্যক মার্কিন সৈন্য মোতায়েনের পরিবর্তে তাদের নিজস্ব লড়াই চালিয়ে যাওয়ার জন্য দেশীয় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ, মজুতকরণ ও অন্যান্য সহযোগিতা দেয়ার ওবামা কৌশল থেকে সরে যেতে চাইছেন। গ্রিন বেরেট কমান্ডার কর্নেল কেলি স্মিথ (৪৭) বলেছেন, লড়াইয়ে লিপ্ত রয়েছে আফ্রিকানরা, আমরা নই। কিছু অংশীদারদের সফলতায় আমাদের এক কৌশলগত স্বার্থ রয়েছে। কর্নেল কেলি ইরাক ও আফগানিস্তানে যুদ্ধে অংশ নিয়েছেন এবং শাদে এ মাসে সন্ত্রাসবিরোধী মহড়ার একজন পরিচালক ছিলেন। ওই মহড়ায় অংশ নিয়েছেন প্রায় ২ হাজার আফ্রিকান এবং পাশ্চাত্যের সৈন্য ও প্রশিক্ষক। সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সামরিক বাহিনীকে ব্যবহারের জন্য স্পষ্ট কোন দৃষ্টিভঙ্গি ছাড়াই দায়িত্বে এসেছেন।
×