ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ইত্যাদি’ এবার সাতক্ষীরায়

প্রকাশিত: ০৩:১২, ২৭ মার্চ ২০১৭

‘ইত্যাদি’ এবার সাতক্ষীরায়

স্টাফ রিপোর্টার ॥ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের জন্য নির্মিত সব শ্রেণী-পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব প্রচার হবে আগামী ৩১ মার্চ, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্মেটিকস্ লিমিটেড। বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। এবারের ‘ইত্যাদি’র উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, আবদুুল আজিজ, জিল্লুর রহমান, আমিন আজাদ, আবদুল কাদের, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, শবনম পারভীন, রতন খান, কামাল বায়েজিদ, লাভলী ইয়াসমিন, শেলী আহসান, তারিক স্বপন, নিপু, সাজ্জাদ সাজু, সজল, বিলু বড়ুয়া, কাজী আসাদ, জামিল, এমিলা, রিমু, জাহিদ চৌধুরী, নজরুল ইসলাম, মতিউর রহমান, ফরিদ, মনজুর আলম প্রমুখ। পরিচালকের সহকারী রানা সরকার ও মামুন মোহাম্মদ। এবারের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে সাতক্ষীরায় সৌন্দর্যের অপার লীলায় সজ্জিত বিশ্ব ঐতিহ্যের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের কোলে নির্মিত আকাশলীনা পর্যটন কেন্দ্রে। এবারের পর্বে সাতক্ষীরা ও সুন্দরবনের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন শিল্পের অপার সম্ভাবনা নিয়ে রয়েছে তিনটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। ইজি বাইকের ভয়াবহ স্কার্ফ দুর্ঘটনা নিয়ে রয়েছে একটি সচেতনতামূলক প্রতিবেদন। যে ইজি বাইকের কারণে অনেক নারীর স্বাভাবিক জীবন হয়ে যাচ্ছে অস্বাভাবিক। মুক্তাগাছা উপজেলার নিভৃত পল্লীতে তিন বিদেশী নাগরিকের প্রতিষ্ঠিত একটি কৃষি খামারের ওপর রয়েছে একটি ব্যতিক্রমধর্মী প্রতিবেদন। যারা এই খামারে উৎপাদিত ফসল এবং গবাদিপশুর মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে গ্রামে অনেক সেবামূলক কর্মকা-ও পরিচালনা করছে। এবারের বিদেশী প্রতিবেদন করা হয়েছে স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনার আকর্ষণীয় স্থান মিউজিয়াম অব ইলুউশনের ওপর। এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। ইত্যাদিতে সব সময় বিষয়ভিত্তিক, জীবনভিত্তিক, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গানকে প্রাধান্য দেয়া হয়। স্বাধীনতার এই মহান মাসে দেশকে নিয়ে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমীন। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান ও সুর করেছেন আলী আকবর রুপু। লোক সংস্কৃতির এক বিস্ময়কর ধারা সাতক্ষীরার পটগান। যে গানে উঠে আসে সমাজ-সংস্কৃতি-শিক্ষাসহ বহু বিষয়। এবারের ইত্যাদিতে সেই পটগান পরিবেশন করেছেন সাতক্ষীরার ‘সুশীলন সাংস্কৃতিক দল’। এবারে সাতক্ষীরা ও সুন্দরবনকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে হাজার হাজার দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। বিচিত্র সাংস্কৃতিক ঐতিহ্যর অধিকারী সাতক্ষীরার ‘মুন্ডা’ শিল্পীদের পরিবেশিত নৃত্যের অনুকরণ নিয়ে করা হয় দ্বিতীয় পর্ব। যা ছিল বেশ উপভোগ্য। দর্শকদের অনুরোধে দীর্ঘদিন পর এই পর্ব থেকে বাড়ির দর্শকদের জন্যও ধাঁধা দেয়া হয়েছে। এ ছাড়াও আমাদের চলমান জীবনের নানা অসঙ্গতি ও সমকালীন প্রসঙ্গ নিয়ে দর্শকদের ক্রিয়া-প্রতিক্রিয়া, ভাবনা নিয়ে নতুন আর একটি পর্ব সংযুক্ত হয়েছে এবারের পর্বে। অর্থাৎ ইত্যাদির এই পর্ব থেকে দর্শকদের বিভিন্ন প্রতিক্রিয়াকে নাট্যাংশে রূপান্তরিত করে প্রচার করা হবে। নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস ও তীক্ষè নাট্যাংশ। দৃশ্যপটে পাত্র-অদৃশ্যপটে অনিয়ম, টকশোর টক্কর, সেবার যন্ত্রণা, সরাসরির ছড়াছড়ি, তারকার দ্যুতি- দু’দিনের না চির দিনেরসহ বিভিন্ন সাম্প্রতিক বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ।
×