ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন বিজ্ঞাপনে সায়েম সামাদ

প্রকাশিত: ০৩:১১, ২৭ মার্চ ২০১৭

নতুন বিজ্ঞাপনে সায়েম সামাদ

স্টাফ রিপোর্টার ॥ মঞ্চ-বেতার-টেলিভিশন-চলচ্চিত্র অভিনেতা, বিজ্ঞাপন মডেল সায়েম সামাদ। সব সময় তিনি হাসেন। তবে অকারণে না, হাসতে ভালবাসেন। মুচকি হাসি কম, চওড়া হাসিই বেশি। অট্টহাসিও হাসেন সুযোগ মেপে। তবে হাসি নেই, এমন মুখ সায়েমের নয়, এমন মুখ সায়েমের পছন্দও নয়। ভালবাসেন কাজ করতে, সবচেয়ে ভালবাসেন মনের মতো কাজ করতে। তেমনি একটি কাজ করছিলেন- প্রাণ মিঠাই। মিষ্টির বিজ্ঞাপন। চমৎকার গল্প। নির্মাতা নাফিস রেজা চমৎকার মানুষ। নিজেও হাসতে ভালবাসেন। কাজ করতে করতেই বন্ধুবর নাফিস হাসতে বলেছিলেন। সায়েম হাসলেন। হাসির আহ্বান, না হেসে পারা যায়? তারপর? সেই হাসিই নাফিস রেজা আরেকটি বিজ্ঞাপনে কাজে লাগালেন। আর তাই ওয়ান্ডার স্মাইল কেক-এর বিজ্ঞাপনে সায়েমের হাসি বাবার হাসি হয়ে টিভি পর্দায় মন মাতাচ্ছে দর্শকের। এই হাসি মনে থাকবে সবার। মনে থাকবে সায়েমেরও। হাজার হলেও বাবার হাসি। ব্যক্তিগত জীবনে দুই রাজকন্যার প্রিয় বাবা সায়েম। সায়েম সামাদ প্রথমত একজন বাবা পরিচয়েই পরিচিত হতে ভালবাসেন। আর তাই বাবার হাসি মানে সায়েমের প্রাণমাতানো হাসি। দর্শকের মন জয় করা মিষ্টি হাসি। প্রাণ মিঠাইয়ের বিজ্ঞাপনেও সায়েম বাবা। সন্তানের সাফল্যে চোখে পানি নিয়ে হাসতে থাকা আবেগী বাবা। দর্শকও আবেগাপ্লুত হচ্ছেন, চোখ ভিজে উঠছে, মুখে ফুটে উঠছে হাসি। কেননা, পৃথিবীর সব বাবার চোখের পানি নিয়ে হাসতে থাকা হাসির রং কেমন তা সায়েম ফুটিয়ে তুলেছেন। এ প্রসঙ্গে সায়েম সামাদ মৃদু হেসে বলেন, সত্যি, খুব ভাল লেগেছিল এই চরিত্রটি। এরকম চরিত্রে কাজ করার সুযোগ দেয়ার জন্য নাফিস রেজাকে ধন্যবাদ। প্রসঙ্গত পেশায় একটি বেসরকারী স্যাটেলাইট চ্যানেলের প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত সায়েম সামাদ পুরোদস্তর একজন সংস্কৃতিকর্মী। তিনি পদাতিক নাট্য সংসদের (টিএসসি) সাবেক সাধারণ সম্পাদক। মঞ্চের এক সময়ের দাপুটে অভিনেতা সায়েম সামাদ গ্রামের স্কুল ও কলেজে সংস্কৃতি চর্চা করেছেন। ২০০০ সালে এফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় জায়গা করে নেয়ার পর সেখানেই থিতু হতে চেয়েছিলেন। তবে এক সময় তিনি সেখান থেকে মুখ ফিরিয়ে নেন। টিভি নাটক ও বিজ্ঞাপনে কাজ করে ব্যাপক পরিচিতি পান। এর আগে ১৯৯২ সালে তার প্রাণপ্রিয় সংগঠন পদাতিকে যোগ দেন। এই দলের হয়ে ‘বল্লভপুরের রূপকথা’, ‘চক্কর’, ‘মনসার পালা’, ‘খেতমজুর খৈমুদ্দিন’, ম্উাসট্রাপ’, ‘কালের যাত্রা’, ‘বেদের মেয়ে’, ‘জনমাংক’ প্রভৃতি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হোন। সম্প্রতি অনুষ্ঠিত ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশন (ইমা)-এর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। চাকরির কারণে অনিয়মিত হলেও মঞ্চের প্রতি ভালবাসা এবং টান আজও সমান। আজীবন সংস্কৃতি চর্চায় নিবেদিত থাকতে চান সায়েম সামাদ। তার জন্য শুভ কামনা।
×