ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে জঙ্গীবাদবিরোধী কনসার্ট

প্রকাশিত: ০৩:১১, ২৭ মার্চ ২০১৭

রাজধানীতে জঙ্গীবাদবিরোধী কনসার্ট

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মোহাম্মদপুরস্থ শারীরিক শিক্ষা কলেজ মাঠে গত শুক্রবার অনুষ্ঠিত হয় এ বছরের বৃহৎ কনসার্ট ‘ব্ল্যাক হর্স- জঙ্গীবাদবিরোধী কনসার্ট’ পাওয়ার্ড বাই-নর্থ সাউথ ইউনিভার্সিটি। জঙ্গীবাদবিরোধী বিশেষ দিকনির্দেশনা প্রদান ও সচেতনতার লক্ষ্যে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফোর্সেস ও রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের যৌথ আয়োজনে, পিদিম গ্রুপ এবং ফ্যাক্টর থ্রি সলিউশনস্রে সহযোগিতায় দিনব্যাপী এই কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন দেশের শীর্ষস্থানীয় ৮টি ব্যান্ড- নগর বাউল-জেম্স, মাকসুদ ও’ ঢাকা, শিরোনামহীন, চিরকুট, ভাইকিংস, আর্টসেল, শূন্য ও এ্যাবস্ট্র্যাকশন। সম্পূর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দেবাশীষ বিশ্বাস ও শান্তা জাহান। বিকেল ৩টা থেকে অনুষ্ঠানটি এনটিভি সরাসরি সম্প্রচার করে। দুপুরের রোদে খোলা আকাশের নিচে গানপ্রিয় মানুষ উপভোগ করেছে তাদের প্রিয় শিল্পীর গান একেবারে কাছে থেকে। কনসার্ট চলে রাত ৮-৪৫ মিনিট পর্যন্ত । কনসার্টের উদ্যোক্তা ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের এমডি ডাঃ আশীষ কুমার চক্রবর্তী জানান-ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল একটি সম্পূর্ণ বেসরকারী হাসপাতাল হলেও বর্তমানে দেশের পরিস্থিতির কথা ভেবে সামাজিক দায়বদ্ধতা থেকেই এই পরিকল্পনা। অনুষ্ঠানে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ফোর্সেসের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন র‌্যাব এর পরিচালক, লিগ্যাল মিডিয়া- কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি বলেন- এটি নিছক কোন কনসার্ট নয়। জঙ্গীবাদবিরোধী দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যেই এই বৃহৎ সঙ্গীত উৎসবের আয়োজন। লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী তরুণ শিক্ষার্থীদের এই জঙ্গী তৎপরতায় লিপ্ত হতে দেখা যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই- বুঝে হোক, না বুঝে হোক- জঙ্গীবাদ থেকে পরিবারে ফিরে এসো, মায়ের কোলে ফিরে এসে এই সুন্দর সমাজে নিজেকে প্রতিষ্ঠিত কর। অন্যথায় র‌্যাব কঠোর পদক্ষেপ গ্রহণ করতে দ্বিধাবোধ করবে না। তোমাদের সামনে সোনালি ভবিষ্যত। তোমরাই পার এই প্রিয় বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করতে। এছাড়াও বক্তব্য রাখেন- প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, পিডিম গ্রুপের সিইও শামসুর রহমান মজুমদার এবং ফ্যাক্টর থ্রি সলিউশনসের সিইও মোঃ শাহেদ হোসেন।
×