ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে বীরের মুখে বীর কাহিনী

প্রকাশিত: ২০:৩৭, ২৬ মার্চ ২০১৭

বরিশালে বীরের মুখে বীর কাহিনী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বীরের মুখে বীর কাহিনী মুক্তিযুদ্ধের গল্প বলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শতাধিক শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগীতা, মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান, বিজয়ীদের মাঝে পুরস্কার এবং অংশগ্রহনকারী প্রত্যেককে সনদপত্র ও মুক্তিযুদ্ধের বই প্রদান অনুষ্ঠানের পূর্বে শিশুদের সাথে মুক্তিযুদ্ধের গল্প বলেন রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধারা। সবশেষে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুলকে সম্মাননা প্রদান করা হয়। ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, এএমজি কবির ভুলু, চিত্রশিল্পী জগন্নাথ দে প্রমুখ।
×