ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

২৫০০ রুপিতে দিল্লি দর্শন!

প্রকাশিত: ১৯:০৭, ২৬ মার্চ ২০১৭

২৫০০ রুপিতে দিল্লি দর্শন!

অনলাইন ডেস্ক॥ চলতি বছরের ১ এপ্রিল থেকে ভারতের রাজধানী শহর দিল্লিতে শুরু হবে হেলিকপ্টার সার্ভিস। দিল্লির রোহিনী হেলিপোর্ট থেকে যাত্রা শুরু করে উড়িয়ে দেখানো হবে অক্ষরধাম মন্দির, প্রীতমপুরা টাওয়ার, মজনু কা টিলা, লাল কেল্লা, রাজঘাটের মতো নানা ঐতিহাসিক স্থান। ২৫ একর জমির উপর তৈরি করা রোহিনী হেলিপোর্টে ১৬টি হেলিকপ্টার রাখার জায়গা রয়েছে। ১৫০ যাত্রী বসার জায়গা রয়েছে টার্মিনাল বিল্ডিং-এ। সেখান থেকেই দেশের নামী হেলিকপ্টার সার্ভিস, পবন হংস এই পরিষেবা শুরু করছে জনসাধারণের জন্য। দিল্লি দর্শন নামে, হেলিকপ্টারে চড়ে রাজধানী ঘোরার মূল্য ধার্য করা হয়েছে ২৪৯৯ রুপি ও ৪৯৯৯ রুপি যথাক্রমে ১০ ও ২০ মিনিটের জন্য।
×