ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফারইস্ট ভার্সিটিতে ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা

প্রকাশিত: ০৫:১৭, ২৬ মার্চ ২০১৭

ফারইস্ট ভার্সিটিতে ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল করিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী, মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহীদ উল্লা খন্দকার, সচিব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি ভ্যালেনটাইনস ডে প্রতিযোগিতার পুরস্কার দিল এসএমসি বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে আয়োজিত ‘ইউ এ্যান্ড মি মোমেন্টস’ শীর্ষক ফেসবুক ক্যাম্পেন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। গত ২২ মার্চ ২০১৭-এ এসএমসি’র প্রধান কার্যালয়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী রেজা খান, হেড অব কনজ্যুমার মার্কেটিং এ্যান্ড ডেভেলপমেন্ট খন্দকার শামীম রহমানসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। -বিজ্ঞপ্তি খাওয়ায় মগ্ন এ্যানিম্যালস লেবানন নামের পশু অধিকার গ্রুপের উদ্ধার করা একটি ব্যাঘ্র শাবক লেবাননের রাজধানী বৈরুতে খাঁচায় খাবারে মগ্ন। গ্রুপটির সদস্যরা গত সপ্তাহে বেশ কয়েকটি শাবক উদ্ধার করেন। বৈরুত বিমানবন্দরে এই শাবকগুলোকে অবহেলায় ফেলে রাখা হয়েছিল। এগুলোকে ইউক্রেন থেকে লেবাননে আনা হয়। -এএফপি দুরন্তপনা আরব আমিরাত সীমান্তের কাছে উম আল-জামুল অভয়ারণ্যে শুক্রবার আরবীয় ওরিক্স প্রজাতির একটি হরিণের যেন দুরন্তপনার শেষ নেই। মরুর বুকে ৮ হাজার ৯শ’ বর্গকিলোমিটারের এই অভয়ারণ্যে বর্তমানে ১৫৫টি প্রজাতির প্রাণী রয়েছে। বিলুপ্তির আশঙ্কায় আরব আমিরাতের প্রয়াত শাসক শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের পরিকল্পনায় এদের বিশেষ যত্নে সংরক্ষণ করা হচ্ছে –এএফপি
×