ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদপত্র এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সভা

প্রকাশিত: ০৫:১৬, ২৬ মার্চ ২০১৭

সংবাদপত্র এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সভা

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এ্যাসোসিয়েশনের নৌ-বিহার, এজেন্ট মিলন মেলা ও সাধারণ সভা শুক্রবার অনুষ্ঠিত হয়। জাহাজের মধ্যেই কার্যকরী পরিষদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হারুণ অর রশিদ। সভার সিদ্ধান্ত মোতাবেক ত্রি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। হারুণ অর রশিদ সভাপতি, মজিবুল হক মাস্টার সিনিয়র সহ-সভাপতি, আবু বকর ছিদ্দিক সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি গণহত্যা দিবসে ওয়ার্ল্ড ভার্সিটিতে আলোচনা সভা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের উদ্যোগে ‘২৫ মার্চ গণহত্যা দিবস’-এর স্বীকৃতি আদায় বিষয়ক অনুষ্ঠান শনিবার বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বার এ্যাসোসিয়েশন, মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এ্যাডভোকেট কাজী শাহানারা ইয়াসমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপÑউপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম এবং ট্রেজারার মোর্শেদা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আব্দুল জলিল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অধ্যাপক চৌধুরী ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির জন্য আক্রমণাত্মক পদক্ষেপ নিতে সরকার ও জনগণের প্রতি আহবান জানান। -বিজ্ঞপ্তি
×