ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রতিবছর ২৫ মার্চ রাতে ১ মিনিট নীরবতা পালনের প্রস্তাব এইচ টি ইমামের

প্রকাশিত: ০৫:১৫, ২৬ মার্চ ২০১৭

প্রতিবছর ২৫ মার্চ রাতে ১ মিনিট নীরবতা পালনের প্রস্তাব এইচ টি ইমামের

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, গণহত্যা দিবস আইনী কাঠামোর মধ্যে এসেছে। এখন প্রচারের মাধ্যমে সারাবিশ্বের স্বীকৃতি আদায়ে লেখক, গবেষক ও মিডিয়া কর্মীদের এগিয়ে আসতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে গণহত্যা দিবস পালন করে তেমনি প্রতিবছর ২৫মার্চ রাত ১০টা বা সাড়ে ১০টার দিকে সারাদেশে একই সময়ে এক মিনিটের জন্য নিরবতা পালন করে গণহত্যা দিবসটি পালনের প্রস্তাব দেন। এ বছর সময় না পাওয়ায় আগামীবছর থেকে এটা হতে পারে। তিনি গণহত্যা দিবসটি আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের জন্যেও কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় আলোচনা করেন দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ সামাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। স্বদেশ রায় তার আলোচনায় বলেন, গণহত্যা ও সাধারণ হত্যা এক নয়। গণহত্যা হচ্ছে দীর্ঘ পরিকল্পিত হত্যাকা-ের ঘটনা। একটি দেশ ও জাতিকে নির্মূল করার জন্য পরিকল্পিতভাবে যে হত্যাকা-ের ঘটনা ঘটানো হয় সেটাই গণহত্যা।
×