ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নখ কাটতে মানা

প্রকাশিত: ০৪:৪১, ২৬ মার্চ ২০১৭

নখ কাটতে মানা

ভিয়েতনামের নাগরিক লু কং হুয়েন (৫৮)। তাকে কম্পিউটারে টাইপ করতে বললে তিনি কোনভাবেই পারবেন না। যদি একটু গিটারে টুং টাং করতে বলা হয় তাহলে চুপ করে যাবেন। ওসব তো দূরের কথা, নিজের হাতে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারেন না ভদ্রলোক। তার হাতটা লক্ষ্য করলেই দেখা যাবে নখের বাহার। বিগত ৩৫ বছর ধরে নিজের দুই হাতের নখ বাড়িয়েই চলেছেন। আরও স্পষ্ট করে বলতে গেলে এতদিন যাবৎ দুই আঙ্গুলের নখ কাটেনইনি। এর ফলে ৫৫ সেন্টিমিটার দীর্ঘ দুই হাতের নখ। পাড়াপড়শিরা তাকে ভূতের নখরধারী বলে ঠাট্টা করে থাকেন। তবে এসবে কিছু যায় আসে না তার। বৃষ্টি থেকে বাথরুমের শাওয়ার এ সবের কাছে যাওয়ার আগেই সাধের নখগুলো প্লাস্টিকে ভালভাবে মুড়ে নেন। গোসল করেন কদাচিত। কেননা তিনি খুব ভাল করেই জানেন, একটু ভিজে গেলেই নখগুলোর আয়ু কমতে বাধ্য। পেশায় লু কং হুয়েন একজন রাজমিস্ত্রি। একই সঙ্গে বাড়িঘর রঙও করে থাকেন। তার স্ত্রী নিউয়েন থি থুয়ান মাঝে মধ্যে চটে যান হুয়েনের ওপর। ভালবাসার পাত্রের শখ আহ্লাদ মেটাতে গিয়ে চামচে করে খাইয়ে অবধি দিতে হয় স্বামীকে। স্ত্রীর সঙ্গে এক বিছানায় ঘুমাতেও লু কং হুয়েনের ঘোর আপত্তি। পাছে নখগুলো ভেঙ্গে যায়। সবচেয়ে বিরক্ত হন যখন প্রতিদিন স্বামীকে জামা কাপড় পরিয়ে দিতে হয়। শখের নখ নিয়ে লু বলছেন, ‘বাড়ানোর থেকেও বড় কথা হচ্ছে, নখগুলো সংরক্ষণ করা। একবার তো আমাকে একজন মোটা অঙ্কের অর্থ প্রস্তাবও করেছিলেন নখ কাটতে। আমি হেসে উড়িয়ে দিয়েছি। নখ কাটিনি।’ ভিয়েতনামে এখনও পর্যন্ত সবচেয়ে বড় নখ এই লোকেরই। তবে বিশ্বের সব থেকে বড় নখের অধিকারী শ্রীধর ছিল্লাল ভারতবাসী। তার নখ ১৮৬ দশমিক ৬ সেন্টিমিটার লম্বা। দুই নম্বরে রয়েছেন লু কং হুয়েন। তবে নখের প্রতি এই অপার টান অচিরেই তাকে এক নম্বরে পৌঁছে দেবে বলে আশা হুয়েনের। -ওয়েবসাইট
×