ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরি-অসি অধিনায়ক স্মিথের রেকর্ড

প্রকাশিত: ০৪:৩৪, ২৬ মার্চ ২০১৭

সেঞ্চুরি-অসি অধিনায়ক স্মিথের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ধর্মশালা টেস্টের প্রথমদিনেই দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে জায়াগা করে নিয়েছেন স্টিভেন স্মিথ। এ নিয়ে ভারতের মাটিতে ‘ভিনদেশী অধিনায়ক’ হিসেবে এক সিরিজে তিনটি সেঞ্চুরি পেলেন তিনি। এত দিন যেটি পেরেছিলেন কেবল ইংল্যান্ডের এ্যালিস্টার কুক। ১১১ রান করে আউট হয়েছেন স্মিথ। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ঠিক ৩০০ রান করেছে তার দল অস্ট্রেলিয়া। ১-১এ চলমান সিরিজে ফয়সালার শেষ ম্যাচটিতে খেলতে পারছেন না স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলি। ৫৪ টেস্ট পর ‘সুপার’ এই ব্যাটসম্যানকে ছাড়া খেলতে নামে ভারত। নেতৃত্বে ডেপুটি অজিঙ্কা রাহানে। অভিষেকে ৪ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন বাহাতি চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। তবে ‘অধিনায়ক’ হিসেবে ভারতের মাটিতে টানা তৃতীয় ও সর্বোপরি ষষ্ঠ সেঞ্চুরিতে আলোচনায় কেবলই স্মিথ। ম্যাচে স্মিথ ছাড়া ফিফটি পেয়েছেন ডেভিড ওয়ার্নার (৫৬) আর ম্যাথু ওয়েড (৫৭)। অভিষেকেই দুর্দান্ত বোলিং করেছেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব, ৬৮ রানে নিয়েছেন ৪ উইকেট। ১৭৩ বলে ১৪ চারের সাহায্যে ১১১ রান করে স্পিনার রবিচন্দ্রন আশ্বিনের বলে আউট হন স্মিথ। পুনেতে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৯ ও রাচিতে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ১৭৮ রান করেছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। স্মিথের এটি ক্যারিয়ারের ২০তম টেস্ট সেঞ্চুরি। প্রথম সেঞ্চুরি পেতে লেগেছিল ১২ টেস্ট, ২৩ ইনিংস। পরের ৪২ টেস্টে করেছেন আরও ১৯টি! আর ভারত যে স্মিথের ‘প্রিয়’ প্রতিপক্ষ, তার ২০ টেস্টে সেঞ্চুরির সাতটি সেটিই বলছে। এই সাতটির চারটি নিজ দেশে (সেটিও এক সিরিজেই, ২০১৪ সালে) আর বাকি তিনটা ভারতের মাটিতে। ১০ টেস্টে কোহলিদের বিপক্ষে তার রান ৮৮.২৫ গড়ে ১৪১২। নির্দিষ্ট কোন প্রতিপক্ষের সঙ্গে স্মিথের এটাই সর্বোচ্চ। এ্যালিস্টার কুকের (২০১২ সালে) পর দ্বিতীয় সফরকারী অধিনায়ক হিসেবে ভারতে এক সিরিজে পেলেন তিন সেঞ্চুরি। কুকের রেকর্ড ভাঙতে এ সফরে আর একটি ইনিংস পাবেন স্মিথ। নিজ দেশ ও ভারতের মাটিতে মিলিয়ে ভারতের বিপক্ষে ‘অধিনায়ক’ স্মিথের ১৩ ইনিংসে ষষ্ঠ সেঞ্চুরি এটি। যে তালিকায় তার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড, ২৯ ইনিংসে তার সেঞ্চুরি ৭টি। সব মিলিয়ে ১৯ ইনিংসে ভারতের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন ৭ বার। তার চেয়ে দ্রুততম সময়ে (১২ ইনিংস) এমনটা করেছেন এভারটন উইকস। স্মিথ পেছনে ফেলেছেন সোবার্স (২৭ ইনিংস), জ্যাক ক্যালিস (৩১), ভিভ রিচার্ডসকে (৩২)। স্মিথ যখন রানের বন্যা বইয়ে দিচ্ছেন, তখন ফর্মহীনতার পর ইনজুরির কারণে আলোচনায় সিরিজে তার মূল প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ অধিনায়ক কোহলি। আউট হয়েছেনÑ ০, ১৩, ১২ ও ১৫ ও ৬ রান করে, ৫ ইনিংসে তার গড় মাত্র ৯.২! তৃতীয় টেস্টে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডান কাঁধের গুরুতর চোট পাওয়া সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ এ ম্যাচে নেই কোহলি। ২০১১ সালের নবেম্বরের পর এই প্রথম চোটের কারণে কোন টেস্ট ম্যাচ খেলতে পারছেন না কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ রাঁচি টেস্ট ছিল তার টানা ৫৪তম টেস্ট ম্যাচ। ২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই কিংস্টোনে টেস্ট অভিষেক। ২০১৪ সালে টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর টানা ২৬ ম্যাচে ভারতের হয়ে টস করতে নেমেছেন কোহলি। এই ২৬ ম্যাচের ১৬টিতে জিতে রেকর্ডটা কিন্তু তার দুর্দান্ত। হেরেছেন মাত্র ৩ ম্যাচ, ড্র ৭ ম্যাচে। সাফল্যের হার ৬১.৫৩ শতাংশ। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৩০০/১০ (৮৮.৩ ওভার; ওয়ার্নার ৫৬, রেনশ ১, স্মিথ ১১১, শন মার্শ ৪, হ্যান্ডসকম্ব ৮, ম্যাক্সওয়েল ৮, ওয়েড ৫৭, কামিন্স ২১, ও’কেফে ৮, লেয়ন ১৩, হেজলউড ২*; ভুবনেশ্বর ১/৪১, উমেশ যাদব ২/৬৯, আশ্বিন ১/৫৪, জাদেজা ১/৫৭, কুলদীপ যাদব ৪/৬৮)। ভারত প্রথম ইনিংস ০/০ (১ ওভার; রাহুল ০*, বিজয় ০*)। ** প্রথমদিন শেষে
×