ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃষ্টির বাগড়ায় শুরু হ্যামিল্টন টেস্ট

প্রকাশিত: ০৪:৩৩, ২৬ মার্চ ২০১৭

বৃষ্টির বাগড়ায় শুরু হ্যামিল্টন টেস্ট

স্পোর্টস রিপোর্টার ॥ হ্যামিল্টন টেস্টের শুরুতেই বাগড়া বাধিয়েছে প্রকৃতি। বৃষ্টির কারণে প্রথমদিনে দুই সেশনে খেলা হয়েছে মাত্র ৪১ ওভার। তাতেই প্রতিপক্ষের ৪ উইকেট তুলে নিয়ে সাময়িকের জন্য উল্লাসে মেতেছে স্বাগতিক নিউজিল্যান্ড। তবে স্কোর-বোর্ডে ১২৩ রান যোগ করে সফরকারী দক্ষিণ আফ্রিকাও খুব একটা খারাপ অবস্থায় নেই। দারুণ ব্যাট করেছেন হাসিম আমলা, ঠিক ৫০ রান করে আউট হয়েছেন প্রোটিয়া তারকা। অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস ৩৩ ও টেম্বা বাভুমা ব্যক্তিগত ১৩ রানে অপরাজিত রয়েছেন। অতিথিদের জন্য স্বস্তির বিষয়, ইনজুরি-শঙ্কা কাটিয়ে গুরুত্বপূর্ণ এই টেস্টে খেলছেন ফর্মের তুঙ্গে থাকা কুইন্টন ডি’কক। ওয়েলিংটনের দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। পঞ্চমদিনের বৃষ্টিতে ডুনেডিনের প্রথম টেস্ট ড্র হয়। টস জিতে ব্যাটিং নেন দ.আফ্রিকান অধিনায়ক ডুপ্লেসিস। সকালে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় নিউজিল্যান্ড পেসারদের সুইংয়ের মুখে কেঁপে ওঠে প্রোটিয়া-লাইনআপ। ইনিংসের প্রথম ৩ ওভারে ২ উইকেট তুলে নিয়ে সফরকারীদের প্রচণ্ড বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছিলেন ম্যাট হেনরি ও কলিন ডি গ্র্যান্ডহোম। ডিন এলগার ৫ ও অভিষিক্ত থিউনিস ডি ব্রুইন ০ রানে আউট হন। কিউই দুই পেসার হ্যামিল্টনের সেডন পার্কের উইকেটের সুবিধাটার ফয়দা তুলে নেন। গতি তারকা হেনরির বলে তুলে দেয়া ডি ব্রুইনের ক্যাচ ধরেন টম লাথাম। ডিন এলগারের স্ট্যাম্প উপড়ে ফেলেন (বোল্ড) গ্র্যান্ডহোম। চতুর্থ ওভারেই ২ উইকেট হারিয়ে বিপর্যস্ত প্রোটিয়াদের হয়ে পাল্টা লড়াইটা শুরু করেন ডুমিনি ও আমলা। আমলা নিজের ৩২তম টেস্ট ফিফটি পূরণ করে আউট হয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোমের বলে। ৯৩ বলে ৯ চারে ঠিক ৫০ রান করে ফেরেন তিনি। আর হেনরির দ্বিতীয় শিকার হওয়া ডুমিনি ৬১ বলে করেন ২০ রান। তৃতীয় উইকেটে জেপি ডুমিনির সঙ্গে ৫৯ ও চতুর্থ উইকেটে ডুপ্লেসিসের সঙ্গে ৩৩ রান যোগ করেন আমলা। ডুপ্লেসিস অপরাজিত আছেন ৩৩ রানে। পঞ্চম উইকেটে টেম্বা বাভুমার সঙ্গে তিনি ২৬ রান তুলে নিয়েছেন তিনি। বাভুমা অপরাজিত ব্যক্তিগত ১৩ রানে। এর আগে শেষদিনে বৃষ্টির কারণে ড্র হওয়া প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমানতালে লড়াই করলেও, দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড ছিল পুরোপুরি ব্যর্থ। ২৬৮ ও ১৭১ রানে অলআউট কেন উইলিয়ামসনের দল হারে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। দুই দলই দীর্ঘ একটা মৌসুম পার করছে। ২০১৬ সালের আগস্ট থেকে সমান ১১টি করে টেস্ট খেলেছে। সময়টা যদিও নিউজিল্যান্ডের চেয়ে দক্ষিণ আফ্রিকারই ভাল কাটছে। প্রোটিয়ারা র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে থেকে মৌসুম শুরুর পর জিতেছে টানা তিন সিরিজ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে, অস্ট্রেলিয়ার মাটিতে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। হ্যামিল্টনেও যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায়, আর ওদিকে ধর্মশালায় অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরে বসে তাহলে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে যাবেন প্রোটিয়ারা। সেই সঙ্গে ডুপ্লেসিসদের নিশ্চিত হবে আইসিসির দেয়া ৫ লাখ ডলার অর্থ পুরস্কার। জিতবে মৌসুমে টানা চারটি সিরিজ। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ১২৩/৪ (৪১ ওভার; এলগার ৫, ব্রুইন ০, আমলা ৫০, ডুমিনি ২০, ডুপ্লেসিস ৩৩*, বাভুমা ১৩*; হেনরি ২/২৫, গ্র্যান্ডহোম ২/৩৩, ওয়াগনার ০/৪৪, জিতেন প্যাটেল ০/১০) ** প্রথমদিন শেষে
×