ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেশাদার ক্যারিয়ারে ১০০০ ম্যাচ খেললেন ইতালিয়ান তারকা

গোলরক্ষক বুফনের মাইলফলক

প্রকাশিত: ০৪:৩২, ২৬ মার্চ ২০১৭

গোলরক্ষক বুফনের মাইলফলক

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে শুক্রবার আলবেনিয়ার মুখোমুখি হয় ইতালি। আর এই ম্যাচ দিয়েই নতুন এক মাইলফলক স্পর্শ করেন জিয়ানলুইজি বুফন। পেশাদার ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেলার অবিস্বরণীয় কীর্তি গড়লেন আজ্জুরিদের কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। অনন্য এই মাইলফলক স্পর্শ করে ৩৯ বছর বয়সী বুফন দারুণ রোমাঞ্চিত। এই অনুভূতিটাকে ‘বিশাল আনন্দের’ বলে মন্তব্য করেছেন তিনি। ইতালির জার্সিতে এটা ছিল বুফনের ১৬৮তম ম্যাচ। যা ইউরোপিয়ান ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। তার পেছনে রয়েছেন, স্পেনের ইকার ক্যাসিয়াস এবং লাটভিয়ার ভিটালিজ অ্যাস্তাবজেভস। বিশ্ব রেকর্ড গড়তে বুফনের প্রয়োজন আর মাত্র ১৭টি ম্যাচ। ১৮৪ ম্যাচ খেলে এ তালিকায় সবার ওপরে রয়েছেন মিসরের আহমেদ হাসান। ১৯৯৫ সালে পার্মার হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেছিলেন বুফন। তখন তার বয়স মাত্র ১৭। দুই বছর পরই ইতালির জাতীয় দলের জার্সি পরার সৌভাগ্য হয় তার। পার্মা ছেড়ে ২০০১ সালে নতুন করে ঠিকানা গড়েন জুভেন্টাসে। ইতালির এই জায়ান্ট ক্লাবটির হয়ে ৬১২টি ম্যাচ খেলেছেন তিনি। ক্লাব আর জাতীয় দল মিলিয়ে ১০০০টি ম্যাচে প্রতিনিধিত্ব করা বুফন তার সুদীর্ঘ ক্যারিয়ারে গোল খেয়েছেন ৭৯৯টি। ২০০৬ সালে ইতালিকে বিশ্বকাপ উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বুফন এখন ক্যারিয়ারের শেষ বেলায়। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পরই বুটজোড়া তুলে রাখার পরিকল্পনা রয়েছে ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতার এই ইতালিয়ান গোলরক্ষকের। সুদীর্ঘ ক্যারিয়ারে প্রায় সব ট্রফি জয়েরই স্বাদ পেয়েছেন বুফন। সাতবার ইতালিয়ান সিরি’এ লীগের শিরোপা, তিনবার কোপা ইতালিয়ান ছাড়াও উয়েফা কাপ এবং বিশ্বকাপের শিরোপাও উঁচিয়ে ধরেছেন। তার আক্ষেপ শুধু উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিততে না পারার। ২০০৩ এবং ২০১৫ সালে ফাইনাল খেললেও স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এছাড়া ২০১২ সালে ইউরোর ফাইনালও খেলেছিলেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।
×