ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর নামে বিমানবন্দর

প্রকাশিত: ০৪:৩২, ২৬ মার্চ ২০১৭

রোনাল্ডোর নামে বিমানবন্দর

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ফুটবলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রায় সব শিরোপাই নিজের শোকেসে তুলেছেন তিনি। উয়েফা চ্যাম্পিয়নস লীগ, স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লীগ, ফিফা ব্যালন ডি’অর এমনকি গত বছর পর্তুগালের জার্সিতে ইউরো জয়েরও স্বাদ পেয়েছেন সিআর সেভেন। এমন ফুটবলারকে সম্মান জানাতেই রোনাল্ডোর নামে বিমানবন্দরের নামকরণ করছেন পর্তুগাল সরকার। আগামী ২৯ মার্চ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মস্থান মাদেইরা শহরের বিমানবন্দরের নামকরণ করা হচ্ছেÑ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামে। এর আগে এ শহরে রোনাল্ডোর নামে একটি যাদুঘরও প্রতিষ্ঠা করা হয়েছে। ফাঞ্চল এবং লিসবনে দুটি হোটেলও রয়েছে রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ সুপারস্টারের নামে। এবার বিমানবন্দর নামকরণের বিষয়টি যে বিশ্ব ফুটবলের সেরা তারকাকে দারুণভাবেই রোমাঞ্চিত করছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। শনিবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঙ্গেরির মুখোমুখি হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বের প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছিল তারা। যে কারণেই খর্ব শক্তির দল হলেও হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের আগে থেকেই বেশ সতর্ক থাকতে দেখা গেছে পেপে-রোনাল্ডোদের। এছাড়া আগামী ২৯ মার্চ একটি আন্তর্জাতিক প্রীতিম্যাচও খেলবে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী সুইডেন। গত বছরটা স্বপ্নের মতোই কেটেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, সুপার কাপ এবং সর্বশেষ ডিসেম্বরে ফিফা ক্লাব বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেই সঙ্গে পর্তুগালকে ইউরো জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সিআর সেভেন। চলতি মৌসুমেও দুর্দান্ত খেলছেন রোনাল্ডো। এই মুহূর্তে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে এবার চ্যাম্পিয়নস লীগের শিরোপা নিজেদের করে রাখারও হাতছানি দিচ্ছে স্পেনের জায়ান্ট ক্লাবটিকে।
×