ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্পেন ও ইতালির আয়েশি জয়

প্রকাশিত: ০৪:৩১, ২৬ মার্চ ২০১৭

স্পেন ও ইতালির আয়েশি জয়

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইপর্বে জয়ের স্বাদ পেয়েছে স্পেন, ইতালি, সার্বিয়া, অস্ট্রিয়া এবং ক্রোয়েশিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচে ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ী স্পেন ৪-১ গোলে ইসরাইলকে, সাবেক চ্যাম্পিয়ন ইতালি ২-০ ব্যবধানে পরাজিত করেছে আলবেনিয়াকে। এছাড়া সার্বিয়া ৩-১ গোলে জর্জিয়াকে, অস্ট্রিয়া ২-০ ব্যবধানে মোলদোভাকে, ক্রোয়েশিয়া ১-০ গোলে ইউক্রেনকে এবং আইসল্যান্ড ২-১ গোলে কসোভোকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। তবে দশজনের ওয়েলসকে রুখে দিয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। নিজেদের মাঠে আয়ারল্যান্ড গোলশূন্য ড্র করে শক্তিশালী ওয়েলসের সঙ্গে। ব্রাজিল বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারেনি স্পেন। এবার তাই রাশিয়া বিশ্বকাপে স্বরূপে ফিরতে মরিয়া লা রোজারা। সেই লক্ষ্যেই শুক্রবার নিজেদের মাঠে আতিথ্য দেয় ইসরাইলকে। গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেন ৪-১ গোলে উড়িয়ে দেয় প্রতিপক্ষকে। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে দুর্দান্ত জয় তুলে নেয় ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। আর এই জয়ের ফলে গ্রুপ ‘জি’তে শীর্ষেই রইল দলটি। গিজনে ম্যাচ শুরুর ১৩ মিনিটেই ডেভিড সিলভা দারুণ এক গোল করে লিড এনে দেন দলকে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করে ভিতোলো। বিরতির পরও গোল উদ্যাপন করে লা রোজারা। ম্যাচের ৫১ মিনিটে স্ট্র্রাইকার দিয়েগো কস্তার গোলে ব্যবধানটা আরও বাড়ে স্বাগতিকদের। তবে ৭৬ মিনিটে প্রতিপক্ষের ফুটবলার লিওর রাফেলোভ একটি গোল পরিশোধ করেন। কিন্তু ৮৮ মিনিটে ইসকোর গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন। রিয়াল তারকা ইস্কোর প্রশংসা করেছেন ইনিয়েস্তা। তিনি বলেন, ‘সে দুর্দান্ত একজন খেলোয়াড়। দারুণ প্রতিভা রয়েছে তার। বেশ কয়েক বছর ধরে সে ভাল পারফর্ম উপহার দিয়ে আসছে। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের হয়ে সে খেলছে।’ ২০১৩ সালে মালাগা থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ইস্কো। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ২৪ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলারের। গুঞ্জন আছে এই চুক্তি নবায়ন না করে বার্নাব্যু ছাড়তে পারেন ইস্কো। বার্সিলোনার তরুণ মিডফিল্ডার ডেনিস সুয়ারেজ ইস্কোকে ক্লাব সতীর্থ হিসেবে পাওয়ার আগ্রহ জানিয়ে বলেছেন, ‘ইস্কো অসাধারণ একজন খেলোয়াড়। অবশ্যই তাকে আমি বার্সিলোনায় সতীর্থ হিসেবে পেতে চাইব কিন্তু বর্তমানে সে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিতে রয়েছে। আমরা তার জন্য অপেক্ষা করে দেখি কি হয়। চুক্তি নবায়ন না করলে আমরা ওর সঙ্গে কথা বলতে পারি।’ এদিকে দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে ইতালিও। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের মাঠে আজ্জুরিরা এদিন ২-০ গোলে হারায় আলবেনিয়াকে। খর্ব শক্তির দল আলবেনিয়ার বিপক্ষেই পেশাদার ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। শুক্রবার পালের্মোতে অনুষ্ঠিত ম্যাচের দুই অর্ধে গোল দুটি করে ইতালি। ম্যাচ শুরুর ১২ মিনিটেই পেনাল্টিতে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ড্যানিয়েল ডি রোসি। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক দল। আর দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে চিরো ইম্মোবিলের দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ করে ইতালি। এরপর আর কোন গোল না হলে ২-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু আলবেনিয়ার সমর্থকদের আতশবাজির লেলিনহান শিখা পুরো মাঠে ছড়িয়ে পড়লে দ্বিতীয়ার্ধের নয় মিনিট ম্যাচ বন্ধ থাকে। এমন অবিবেচক কাজের শুরুটা ম্যাচের প্রথমার্ধেই করেছিল আলবেনিয়ার সমর্থকরা। ম্যাচ রেফারি সøাভকো ভিনচিচের পেনাল্টির সিদ্ধান্তের পরপরই। ডি রোসি যখন পেনাল্টি নিতে অপেক্ষা করছেন ঠিক তখনই ক্ষোভে মাঠের মধ্যে ধোঁয়া-বোমা এবং আতশবাজি নিক্ষেপ করে তারা। তারপরও ম্যাচ চালিয়ে যান রেফারি। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই মাত্রাটা অনেক বেড়ে গেলে নয় মিনিটের জন্য ম্যাচ স্থগিত করে রাখতে বাধ্য হন রেফারি। স্পেন-ইতালি ছাড়াও বিশ্বকাপ বাছাইপর্বের অন্য ম্যাচগুলোতে এদিন জয়ের দেখা পেয়েছে ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, মেসিডোনিয়া, অস্ট্রিয়া, তুরস্ক এবং সার্বিয়া। স্পেন ও ইতালি জয়ের ধারাবাহিকতা ধরে রাখায় ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ‘জি’ গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থানে কোন পরিবর্তন আসেনি। দুই দলের পয়েন্টই সমান ১৩। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে শীর্ষে রয়েছে লা রোজারা। নয় এবং ছয় পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ইসরাইল ও আলবেনিয়া।
×