ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেহেরুন্নেসাকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র

প্রকাশিত: ০৪:০৯, ২৬ মার্চ ২০১৭

মেহেরুন্নেসাকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র

স্টাফ রিপোর্টার ॥ প্রথম শহীদ মহিলা কবি মেহেরুন্নেসাকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘মেহেরুন্নেসা’ নির্মাণ করেছেন পরিচালক রিয়াজ মাহমুদ মিঠু। নবীন চলচ্চিত্রকার রিয়াজ মাহমুদ মিঠুর পরিচালনায় প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে ‘গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ ও ‘স্বপ্নকলা সাংস্কৃতিক ভুবন ফাউন্ডেশন’। এ প্রসঙ্গে পরিচালক রিয়াজ মাহমুদ মিঠু বলেন, এ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রটি কবি মেহেরুন্নেসার জীবনের সার্বিক দিক অবলম্বনে নির্মিত। তিনি জানান, ২৫ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরের একবিংশতিতম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা উৎসব আয়োজনে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়। এছাড়া স্যাটেলাইট টেলিভিশন মাই টিভিতে আগামী ৩১ মার্চ রাত ৮-১০ মিনিটে প্রচার হবে। পাশাপাশি এটিএন বাংলাসহ কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচার হওয়ার কথা রয়েছে।
×