ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঘারপাড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: ০৪:০৬, ২৬ মার্চ ২০১৭

বাঘারপাড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়ায় পারিবারিক কলহে আপন ভাইদের মারপিটের শিকার মাসুদুর রশিদ (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার বিকেলে ঢাকায় হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তার তিনভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। একইসঙ্গে লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মাসুদুর রশিদ বাঘারপাড়া উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামের সুলতান মাহমুদের ছেলে। নিহতের মামা আজমল আজিজ বলেন, মাসুদুর রশিদ কাজকর্ম করতো না। সম্প্রতি সে বাড়ির একটি গাছ অপর তিন ভাইকে না জানিয়ে বিক্রি করে দেয়। ক্রেতা গাছ কাটতে গেলে অন্য তিন ভাই তাতে বাধা দেয়। পরে এ নিয়ে চার ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। একপর্যায়ে মাসুদুর রশিদকে মারপিট করে তার অন্য তিন ভাই। হৃদরোগী হওয়ায় অসুস্থ হয়ে পড়ে সে। এরপর তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। চট্টগ্রামে দোকানী স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে জানান, পাহাড়তলী এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছেন নাসির (৩০) দোকানদার। শুক্রবার রাতে পাহাড়তলী এলাকার অলঙ্কার শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিন হাজার টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটির জের হিসেবে ইসমাইল নামের প্রতিবেশী তাকে ছুরিকাঘাত করে। চার দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর, ২৫ মার্চ ॥ পার্বতীপুরের হাবড়া ইউনিয়নের ঢাকুলা সামিজানের বাজারে ৪ দোকান ভস্মীভূত হয়েছে। এগুলো আবু মুসা বিন্নার মুদি, রবিউলের মুরগি ও কাঁচামাল, মোশাররফের পান ও রোস্তমের হোটেল। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ২ টায় । খবর পেয়ে পার্বতীপুরের ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। স্মৃতি ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ্বরীতে শনিবার সকালে স্মৃতি ভাস্কর্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক জাফর আলী। স্বাধীনতার এতদিনে থানা সংলগ্ন বদ্ধ কূপটি চিহ্নিত করে সেখানে ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয়া হয়। মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের দেয়া চাঁদায় এটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত রহমতুল্লাহ। শনিবার সকালে গণহত্যা দিবসে নাগেশ্বরী ডি.এম.একাডেমি ফুটবল মাঠে এ উপলক্ষে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার তিন সহস্রাধিক মানুষ সমবেত হয়। এ সময় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ২৫টি জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পোড়ামাটির মেলা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৫ মার্চ ॥ শনিবার সকালে নওগাঁয় ৭দিনব্যাপী পোড়ামাটির মেলা ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, প্রতœতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা। ইউনেস্কো ও প্রতœতত্ত্ব বিভাগের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় কারুশিল্পী পরিষদ এর আয়োজন করে। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর মিলনায়তনে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় কারুশিল্পী পরিষদের সভাপতি চন্দ্রশেখর, প্রতœতত্ত্ব বিভাগের প্রোগ্রাম অফিসার (কালচার) কিজি তাহনিন, পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান সাদেকুজ্জামান, কারুশিল্পী গোকুল চন্দ্র প্রমুখ।
×