ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্লিনিক কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় নবজাতকের মৃত্যু

প্রকাশিত: ০৪:০৬, ২৬ মার্চ ২০১৭

ক্লিনিক কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় নবজাতকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৫ মার্চ ॥ বাউফল হাসপাতালের সামনে সেবা ক্লিনিক কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার কারণে এক নবজাতকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, বাউফলের কালাইয়া ইউনিয়নের কোর্টপাড় এলাকার দিনমজুর আনোয়ার হোসেনের স্ত্রী নাজমা বেগমের (২০) প্রসব ব্যাথা শুরু হলে পরিবারের লোকজন ঘটনার দিন রাত ৯টার দিকে তাকে বাউফল হাসপাতালের সামনে সেবা ক্লিনিকে নিয়ে আসেন। এ সময় ওই ক্লিনিকে কোন ডাক্তার নেই জানতে পেরে তারা রোগী নিয়ে অনত্র চলে যেতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষের নির্দেশে কয়েক স্টাফ ওই রোগীকে টেনেহিঁচড়ে দোতালায় নিয়ে যান। এর ৩০-৪০ মিনিট পর তারা নবজাতককে নিয়ে বাউফল হাসপাতালে যান। হাসপাতালের চিকিৎক আখতারুজ্জামান ওই নবজাতককে মৃত ঘোষণা করেন। এরপর তড়িঘড়ি করে ক্লিনিক কর্তৃপক্ষ মৃত নবজাতককে একটি গাড়ি করে বাড়ি পাঠিয়ে দেন। এ ব্যাপারে মৃত ওই নবজাতকের মা নাজমা বেগম সাংবাদিকদের কাছে বলেন, তিনি যখন এ ক্লিনিকে আসেন তখনও পেটের ভিতর বাচ্চা নড়াচড়া করছিল। এ ব্যাপারে ওই ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক স্বপ্না বেগম বলেন, ওই প্রসূতি মৃত বাচ্চা প্রসব করেছেন। তাদের স্বেচ্ছাসারিতার কারণে বাচ্চাটি মারা যায়নি। অভিযোগ রয়েছে, বাউফল ৫০ শষ্যা হাসপাতালের সামনে সম্পূর্ণ অবৈধভাবে গড়ে ওঠা এই ক্লিনিকে অবহেলা, ভুল চিকিৎসা ও স্বেচ্ছাচারিতার কারণে এ পর্যন্ত অনেক প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু হলেও ওই ক্লিনিকের বিরুদ্ধে রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। কক্সবাজারে স্কুলছাত্রীর শ্লীলতাহানি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কিছু বখাটে টমটম চালকের কারণে শিক্ষার্থী কিশোরীদের পরিবার অতিষ্ঠ। স্কুলে যাওয়ার-আসার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে ওসব টমটম চালক। শনিবার সকালে উখিয়ার মরিচ্যা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) অপহরণে ব্যর্থ হয়ে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেছে টমটম চালক নুরুল হক। বখাটে চালক মরিচ্যা পাগলিরবিল গ্রামের মৃত আলি মিয়ার পুত্র। ওই ছাত্রীর মা বেবী আকতার টমটম চালক নুরুল হকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছে।
×