ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মধুখালীতে দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৪:০৫, ২৬ মার্চ ২০১৭

মধুখালীতে দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৫ মার্চ ॥ ট্রাকের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে মধুখালী উপজেলার বাগাট বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাগুরা জেলার সদর উপজেলার দমদমা গ্রামের গহর মোল্লার ছেলে হক সাহেব মোল্লা (৩৫)। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলটি মাগুরার দিকে যাচ্ছিল। এমর সময় ফরিদপুরগামী ট্রাক বাগাট বাজার এলাকায় ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। ভালুকায় বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় কোকাকোলা কারখানার সামনে শনিবার বিকেলে রাস্তা পাড় হতে গিয়ে ট্রাক চাপায় আব্দুস সালাম (৬৫) নামে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার জের ধরে স্থানীয় লোকজন মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত সালাম পাগলা থানার খাজুর কান্দা গ্রামের বাসিন্দা। তিনি তার ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন। রাজশাহীর বাজার সয়লাব ভারতের আমে স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী অঞ্চলের গাছে গাছে এখনও শোভা পাচ্ছে আমের মুকুল। কোন কোন গাছে তৈরি হচ্ছে আমকড়ালী বা আমের গুঁটি। বাগানে এখন মুকুলের সুবাসিত গন্ধে মুখরিত চারিধার- ঠিক তখনই হঠাৎ বাজারের দোকানে দোকানে হাজির পাকা আম। লোভনীয় হলেও স্বাদহীন ভারতীয় এসব পাকা আমে এখন সয়লাব রাজশাহীর বাজার। মধুমাস আসতে এখনও অনেক দেরি। অথচ এরই মধ্যে রাজশাহীর বাজারের ফলের দোকানে বিক্রি হচ্ছে এসব পাকা আম। ভারত থেকে আসা এসব আম দেখতে লোভনীয় হলেও এ আমে নেই কোন স্বাদ। লোভে পড়ে বাজারে গিয়ে এ আম কিনে ঠকছেন অনেকেই। রাজশাহীর বাজারে কয়েকদিন থেকে চড়া দামে বিক্রি হচ্ছে এ আম। প্রতি কেজি আমের দাম ১৮০ থেকে ২০০ টাকা। হলুদ রঙের এসব আম দেখলে যে কারো জিভে জল আসবে। তবে এসব আম কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে ক্রেতার মনে সন্দেহ আছে। ভারতীয় এসব আমের রং হালকা হলুদ ও লালচে। আকারেও বেশ ছোট। প্রতিকেজি আম ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিবাদ গত ১৪ মার্চ ‘চাঁপাইয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনা ধামাচাপা’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিন। প্রতিবাদলিপিতে তিনি ওই সংবাদকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
×